তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৫
প্রতিবেদকঃ রওজায়ে জাবিদা ঐশী
২. দ্য ওয়ার্ল্ড ডিজিটাল এডুকেশন কনফারেন্স
স্মার্ট এডুকেশন অব চায়না শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। যেহেতু প্ল্যাটফর্মটি অনেক তরুণ তরুণীরা ফোলো করে তাই গত বছরের মার্চের ২২ তারিখ থেকে কর্মসংস্থান পরিষেবা শুরু করেছে স্মার্ট এডুকেশন অব চায়না। আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
তরুণদের জন্য কর্মক্ষেত্র খুজে দিতে কাজ করছে চীনা প্ল্যাটফর্ম স্মার্ট এডুকেশন অব চায়না। এটি অফিশিয়ালি যাত্রা শুরু করে ২০২২ সালের মার্চের ২৮ তারিখ।
ডিজিটাল রূপান্তর এবং শিক্ষার ভবিষ্যত নিয়ে সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে দ্য ওয়ার্ল্ড ডিজিটাল এডুকেশন কনফারেন্স। অনুষ্ঠানটি চীনের শিক্ষা মন্ত্রণালয় ও চাইনিজ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো যৌথভাবে আয়োজন করে। এতে ১৩০টিরও বেশি দেশের প্রতিনিধি অনলাইন এবং অফলাইনে যুক্ত ছিলেন। কনফারেন্সটিতে আধুনিক শিক্ষার রূপান্তর ও উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এসময় স্মার্ট এডুকেশন অব চায়না কীভাবে শিক্ষা ও কর্মক্ষেত্র নিয়ে কাজ করে যাচ্ছে এ সম্পর্কে বক্তারা বিভিন্ন তথ্য জানান।
কনফারেন্সে চীনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্মার্ট এডুকেশন অব চায়না হলো বুহুমূখী এডুকেশন রিসোর্স সেন্টার। বর্তমানে এটি প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে উচ্চতর শিক্ষাব্যবস্থা নিয়ে ২ শ’টিরও বেশি দেশে কাজ করছে।
চীনের শিক্ষা মন্ত্রনালয়ের বিজ্ঞান, প্রযুক্তি এবং তথ্যায়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর সু হুয়া বলেন, ন্যাশনাল ইয়ুথ রীডিং এবং সোশ্যাল ক্লাসরুম নিয়ে বিশেষ কার্যক্রম শুরু করার পরিকল্পনা আছে সরকারের।