তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৫
চাং চিনছান, ডাস্ক ডন ক্লাবের সত্ত্বাধিকারী
‘রিথানের এই ক্লাবটি আমাদের জন্য নতুন স্থান। করোনা প্যানডেমিকের কারণে আগের ভেন্যুটি ২০২০ সালের মে মাসে বন্ধ হয়ে যায়। ২০২১ সালের এপ্রিলে আমরা নতুন ভেন্যুতে অনাড়ম্বরভাবে শুরু করি। কিন্তু এর তিনদিন পরেই আবার মহামারীর প্রকোপ বাড়ে। ফলে আমাদের কার্যক্রম বন্ধ করে দিতে হয়। তারপরও আমরা কোনভাবে কাজ চালিয়ে যাই। এখানে চলচ্চিত্র প্রদর্শন করেছি, বিশ্বকাপের সময় লাইভ স্ট্রিমিং করেছি। মূলত চেয়েছি তরুণদের ধরে রাখতে। এখন তো উৎসবের মৌসুম চলছে। আমরা অনেক অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত ভালো সময় এসেছে।’
ডাস্ক ডন ক্লাব হলো শহরের ব্যান্ডগুলোর জন্য জমজমাট একটা জায়গা। গেল তিন বছরে কোভিডের কারণে অনেক ক্ষতি হয়েছে। তবে সুদিন ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিল্পীরাও আবারো শ্রোতা-দর্শকদের সামনে লাইভ পারফরমেন্সের আশা করছেন । তাই অনুষ্ঠানের আয়োজনও করে যাচ্ছেন বিভিন্ন মাধ্যমে।
ডাস্ক ডন ক্লাবের মতো বেইজিংয়ের অন্যান্য মিউজিক ভেন্যুও জমে উঠছে। তরুণ তরুণীরা আবার মেতে উঠছে মিউজিক ব্যান্ডগুলোর লাইভ পরিবেশনায়।
প্রতিবেদকঃ শান্তা মারিয়া
আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই । পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য।
পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী
অডিও সম্পাদনা: রফিক বিপুল
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী