তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৫
কৃষি ড্রোন উন্নত প্রযুক্তির একটি অংশ। চীনে এর ব্যবহার বেড়েছে। লি কৃষি ড্রোন পরিচালনায় বেশ ভালো। তিনি দক্ষতার সাথে নিয়ন্ত্রণ প্যানেলে ফ্লাইটের গতি, উচ্চতা এবং দিকনির্দেশ সেট করতে পারেন। তাই এই কাজটিকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেন।
গেল বছর ২শ’ হেক্টরের বেশি কৃষি জমিতে সার প্রয়োগ করতে কৃষি ড্রোন ব্যবহার করেন লি। অন্যান্য কৃষি সেবার সঙ্গে লি প্রায় ২৯ হাজার মার্কিন ডলার উপার্জন করেছেন। লিয়ের এমন সাফল্যের কথা জেনে অনুপ্রাণিত হয়ে, তার গ্রামের প্রায় ১ শ’ পরিবার একটি করে কৃষি ড্রোন কিনেছে এবং তারা প্রশিক্ষণ নিচ্ছে ও অন্যদের সাহায্য করছে।
‘যখন আমি এই পেশায় যোগ দিয়েছিলাম, আমি দিনে ১৩ হেক্টর থেকে ২০ হেক্টর জমিতে সার প্রয়োগ করতে পারতাম, যা প্রায় ১৪৭ মার্কিন ডলার , আমার জন্য এটা সত্যিই উচ্চ আয়।‘
পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের ইয়ংফেং কাউন্টিতে, স্থানীয়ভাবে উত্পাদিত জৈব শাকসবজি এবং ঐতিহ্যবাহী চীনা ওষুধ প্রক্রিয়াকরণের জন্য উৎপাদন ক্ষেত্র বৃদ্ধি করেছে স্থানীয় সরকার, যা বাসিন্দাদের জন্য আরও কাজের সুযোগ তৈরি করেছে।