‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৬
‘
আমার মনে হয় আমরা তরুণ প্রজন্ম যারা আছি, তারা খুবই সৌভাগ্যবান। কারণ আমরা একটি দারুণ সময়ে জন্মেছি। যদি তোমার কোনো স্বপ্ন থাকে তবে তোমার উচিৎ হবে নিজের শতভাগ দিয়ে সেই স্বপ্নকে তাড়া করা। যদি তুমি তোমার শতভাগ দাও তবে দিনশেষে তুমি সফল না হলেও আক্ষেপ করবার কিছু থাকবে না।’
গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাস্পেনে হওয়া উইন্টার এক্স গেমসে অভিষেক ম্যাচেই একটি বড় এয়ার ব্রোঞ্জ জিতেছেন তিনি। সু মোট ৮৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লাভ করেন ওই খেলায়।
প্রতিবেদকঃ আব্দুল্লাহ আল মামুন
৩. তরুণদের কাজের সুযোগ
বর্তমান প্রজন্মকে বিভিন্ন ক্ষেত্রে আকর্ষণীয় কাজের সুযোগ করে দিতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে চীন সরকার। এরই ধারাবাহিকতায় দেশটির বিভিন্ন স্থানে তরুণদের কথা মাথায় রেখে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।
সম্প্রতি প্রায় দেড় লাখ চাকরির অফার করা হয়েছে ইনার মঙ্গোলিয়ায়। গেল সপ্তাহে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের এরদোস শহরে একটি চাকরি মেলার আয়োজন করে স্থানীয় সরকার। যেখানে ছুটে যান অসংখ্য চাকরি প্রত্যাশী প্রার্থীরা।
এ মেলায় ২৮৮টি স্থানীয় উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শিক্ষা ও কয়লা খনি থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত বিভিন্ন খাতে নিয়োগ কার্যক্রম চলে।