‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৬
‘তারুণ্যের অগযাত্রা’ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরবো এই অনুষ্ঠানে। তরুণদের সৃজনশীলতার গল্পগাঁথা নিয়েই সাজানো হয়েছে আমাদের তারুণের অগ্রযাত্রা।
১. সাক্ষাৎকার
মুহাম্মদ আলামিন, চীনা নাম সিয়ে লিয়াং। তিনি পড়াশোনা করেছেন চীনের বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্ত মারিয়ামের হংহে কনফুসিয়াস ইন্সটিটিউটের চীনা ভাষার শিক্ষক হিসেবে কাজ করছেন।
মুহাম্মদ আলামিনকে আমরা তারুণ্যের অগ্রযাত্রায় আমন্ত্রণ জানিয়েছি। তিনি অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়ে তার শিক্ষা, অভিজ্ঞতা ও চিন্তা ভাবনা শেয়ার করেছেন।
তারুণ্যের অগ্রযাত্রা অনুষ্ঠানে মুহাম্মদ আলামিন আপনাকে স্বাগত জানাচ্ছি।
২. তরুণ তারকা খেলোয়াড় সু ইমিং
খেলাধুলার চর্চাকে চীনে খুব গুরুত্ব দেয়া হয়। আর শীতকালীন অলিম্পিক মানে বিশেষ গুরুত্ব ও মানুষের আগ্রহের বিষয়। এমন খেলায় যদি থাকে সাফল্যগাঁথা, তাহলে তো কথাই নেই। গেল বছর বেইজিং শীতকালীন অলিম্পিকস বিজয়ী তরুণ তারকা সু ইমিংকে নিয়ে থাকছে আব্দুল্লাহ আল মামুনের একটি প্রতিবেদন।
তরুণদের দৃড়তা ও আবেগের সাথে স্বপ্নকে বাস্তবে পরিণত করবার অনুপ্রেরণা যোগাচ্ছে চীনের ২০২২ শীতকালীন অলিম্পিক বিজয়ী স্নোবোর্ড তারকা সু ইমিং। সম্প্রতি বেইজিং শীতকালীন অলিম্পিকসে দূর্দান্ত ফর্মে থেকে চ্যাম্পিয়ন হবার পর স্নোবোর্ডিং নিয়ে সু তার আবেগের কথা শেয়ার করেন যা অনুপ্রাণিত করছে লাখো তরুণদের।
সু বলেন গত বছরটি ছিলো তার জীবনে এক নতুন মাইলফলক স্পর্শের বছর।
‘বেইজিং শীতকালীন অলিম্পিকসে আমি একটি স্বর্ণ ও একটি রৌপ্য মেডেল জিতেছি। চীনের স্নো-বোর্ডিংয়ের জন্য এটি ছিলো এক ঐতিহাসিক অগ্রগতি। স্বর্ণ জেতার পর আমি আমার ১৮তম জন্মদিন পালন করেছি এবং কমিউনিস্ট ইয়ুথ লীগে যোগদান করেছি। এ আমার সৌভাগ্য যে খুব কম বয়সে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি আমার সবথেকে বড় স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং এতে আমার কোনো আক্ষেপ নেই।’
বেইজিং শীতকালীন অলিম্পিকে সাফল্যের পরও প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন সু। প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ দিয়ে নিজেকে নিজে ছাড়িয়ে যাবার চেষ্টা করছেন মাত্র ১৯ বছর বয়সী তরুণ সু ।
‘
আমার মনে হয় আমরা তরুণ প্রজন্ম যারা আছি, তারা খুবই সৌভাগ্যবান। কারণ আমরা একটি দারুণ সময়ে জন্মেছি। যদি তোমার কোনো স্বপ্ন থাকে তবে তোমার উচিৎ হবে নিজের শতভাগ দিয়ে সেই স্বপ্নকে তাড়া করা। যদি তুমি তোমার শতভাগ দাও তবে দিনশেষে তুমি সফল না হলেও আক্ষেপ করবার কিছু থাকবে না।’
গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাস্পেনে হওয়া উইন্টার এক্স গেমসে অভিষেক ম্যাচেই একটি বড় এয়ার ব্রোঞ্জ জিতেছেন তিনি। সু মোট ৮৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লাভ করেন ওই খেলায়।
প্রতিবেদকঃ আব্দুল্লাহ আল মামুন
৩. তরুণদের কাজের সুযোগ
বর্তমান প্রজন্মকে বিভিন্ন ক্ষেত্রে আকর্ষণীয় কাজের সুযোগ করে দিতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে চীন সরকার। এরই ধারাবাহিকতায় দেশটির বিভিন্ন স্থানে তরুণদের কথা মাথায় রেখে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।
সম্প্রতি প্রায় দেড় লাখ চাকরির অফার করা হয়েছে ইনার মঙ্গোলিয়ায়। গেল সপ্তাহে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের এরদোস শহরে একটি চাকরি মেলার আয়োজন করে স্থানীয় সরকার। যেখানে ছুটে যান অসংখ্য চাকরি প্রত্যাশী প্রার্থীরা।
এ মেলায় ২৮৮টি স্থানীয় উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শিক্ষা ও কয়লা খনি থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত বিভিন্ন খাতে নিয়োগ কার্যক্রম চলে।
আয়োজকরা জানান, এখন পর্যন্ত, ইনার মঙ্গোলিয়ায় ৪৮০টিরও বেশি অনলাইন এবং অফলাইন নিয়োগ কার্যক্রম সংগঠিত হয়েছে। এরইমধ্যে ১৬ হাজার লোক তাদের কর্মসংস্থানের সুযোগ পেয়েছে।
প্রতিবেদকঃ রওজায়ে জাবিদা ঐশী
আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই । পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য।
পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও রফিক বিপুল
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী