‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৬
আয়োজকরা জানান, এখন পর্যন্ত, ইনার মঙ্গোলিয়ায় ৪৮০টিরও বেশি অনলাইন এবং অফলাইন নিয়োগ কার্যক্রম সংগঠিত হয়েছে। এরইমধ্যে ১৬ হাজার লোক তাদের কর্মসংস্থানের সুযোগ পেয়েছে।
প্রতিবেদকঃ রওজায়ে জাবিদা ঐশী
আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই । পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য।
পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও রফিক বিপুল
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী