বাংলা

‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৬

CMGPublished: 2023-02-22 16:52:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘তারুণ্যের অগযাত্রা’ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরবো এই অনুষ্ঠানে। তরুণদের সৃজনশীলতার গল্পগাঁথা নিয়েই সাজানো হয়েছে আমাদের তারুণের অগ্রযাত্রা।

১. সাক্ষাৎকার

মুহাম্মদ আলামিন, চীনা নাম সিয়ে লিয়াং। তিনি পড়াশোনা করেছেন চীনের বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্ত মারিয়ামের হংহে কনফুসিয়াস ইন্সটিটিউটের চীনা ভাষার শিক্ষক হিসেবে কাজ করছেন।

মুহাম্মদ আলামিনকে আমরা তারুণ্যের অগ্রযাত্রায় আমন্ত্রণ জানিয়েছি। তিনি অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়ে তার শিক্ষা, অভিজ্ঞতা ও চিন্তা ভাবনা শেয়ার করেছেন।

তারুণ্যের অগ্রযাত্রা অনুষ্ঠানে মুহাম্মদ আলামিন আপনাকে স্বাগত জানাচ্ছি।

২. তরুণ তারকা খেলোয়াড় সু ইমিং

খেলাধুলার চর্চাকে চীনে খুব গুরুত্ব দেয়া হয়। আর শীতকালীন অলিম্পিক মানে বিশেষ গুরুত্ব ও মানুষের আগ্রহের বিষয়। এমন খেলায় যদি থাকে সাফল্যগাঁথা, তাহলে তো কথাই নেই। গেল বছর বেইজিং শীতকালীন অলিম্পিকস বিজয়ী তরুণ তারকা সু ইমিংকে নিয়ে থাকছে আব্দুল্লাহ আল মামুনের একটি প্রতিবেদন।

তরুণদের দৃড়তা ও আবেগের সাথে স্বপ্নকে বাস্তবে পরিণত করবার অনুপ্রেরণা যোগাচ্ছে চীনের ২০২২ শীতকালীন অলিম্পিক বিজয়ী স্নোবোর্ড তারকা সু ইমিং। সম্প্রতি বেইজিং শীতকালীন অলিম্পিকসে দূর্দান্ত ফর্মে থেকে চ্যাম্পিয়ন হবার পর স্নোবোর্ডিং নিয়ে সু তার আবেগের কথা শেয়ার করেন যা অনুপ্রাণিত করছে লাখো তরুণদের।

সু বলেন গত বছরটি ছিলো তার জীবনে এক নতুন মাইলফলক স্পর্শের বছর।

‘বেইজিং শীতকালীন অলিম্পিকসে আমি একটি স্বর্ণ ও একটি রৌপ্য মেডেল জিতেছি। চীনের স্নো-বোর্ডিংয়ের জন্য এটি ছিলো এক ঐতিহাসিক অগ্রগতি। স্বর্ণ জেতার পর আমি আমার ১৮তম জন্মদিন পালন করেছি এবং কমিউনিস্ট ইয়ুথ লীগে যোগদান করেছি। এ আমার সৌভাগ্য যে খুব কম বয়সে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি আমার সবথেকে বড় স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং এতে আমার কোনো আক্ষেপ নেই।’

বেইজিং শীতকালীন অলিম্পিকে সাফল্যের পরও প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন সু। প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ দিয়ে নিজেকে নিজে ছাড়িয়ে যাবার চেষ্টা করছেন মাত্র ১৯ বছর বয়সী তরুণ সু ।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn