‘ঘুরে বেড়াই’- ৬ষ্ঠ পর্ব
খাদ্য, পোশাক, কাস্টমস, ঐতিহ্য, স্থাপত্য, উত্সব, কারুশিল্প, ধর্ম, স্থানীয় জাতিগত লোকদের ভাষা জানতে দূর দূরান্ত থেকে অসংখ্য পর্্যটক ঘুরতে আসেন এই গ্রামে।
৩ । পর্যটক আকৃষ্ট করছে চীনের লি নদী
চারদিকে সবুজ পাহাড়। সবুজের মাঝে শহর থেকে গ্রামাঞ্চলের দিকে বয়ে চলছে চলছে পানি। বলছি চীনের বিখ্যাত লি নদীর কথা । এর স্বচ্ছ পানি, শহরের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথে বয়ে যাওয়া এবং নদী পাশের চমৎকার পাহাড়ের জন্যবিখ্যাত বিশ্বজুড়ে।
বিশ্বজুড়ে খ্যাত চীনের লি নদী বা লি চিয়াং অবস্থিত দক্ষিণ চীনের কুয়াংসি প্রদেশের কুইলিন শহরে । ন্যাশনাল জিওগ্রাফিকের দেওয়া তথ্যমতে, "বিশ্বের শীর্ষ ১০ জলীয় আশ্চর্যের একটি" হিসাবে খ্যাত এই নদী। কথিত আছে, লি নদীর প্রাকৃতিক সৌন্দর্য থেকে শিল্পকর্মের প্রেরণা পেতেন চীনের চিত্রশিল্পী ও কবিরা ।
৮৬ কিলোমিটার দৈর্ঘ্যের লি নদীটির কুইলিং এবং ইয়াংসু এর মধ্যবর্তী স্থানটি সবচেয়ে বেশি সুন্দর। নদীটির দুপাশে চমকপ্রদ আড়াআড়ি পাহাড়, নলখাগড়ার বন, গ্রামগুলোর সুসজ্জিত চাষাবাদ এবং ঘন বাঁশ বাগান নজড় কাড়ে পর্যটকদের ।
মেঘলা এবং রৌদ্রোজ্জ্বল দিনে লি নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে আসেন পর্্যটকরা।
পর্যটকদের সুবিধার্থে নদীটি ঘুরে বেড়ানোর জন্য রয়েছে ছোট ছোট বাঁশের ভেলা ও সুসজ্জিত জাহাজ। পর্যটকরা তাদের পছন্দ অনুযায়ী নৌকা বা জাহাজে চড়ে ঘুরে বেড়াতে পারেন নদীর বিভিন্ন জায়গায়।