বাংলা

‘ঘুরে বেড়াই’- ৬ষ্ঠ পর্ব

CMGPublished: 2023-02-21 16:38:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এবারের পর্ব সাজানো হয়েছে

বিশ্বব্যাপী অপরূপ সৌন্দর্যের চাদর বিছিয়ে রেখেছে বৈচিত্র্যময় প্রকৃতি। কতো-শতো দেশ, কতো সংস্কৃতি, কতো ভাষা, কতো পেশা,.... কিন্তু আর্থিক অসঙ্গতি কিংবা সময়ের টানাটানিতে দেখা হয় না, ‘ঘর হতে শুধু দুই পা ফেলিয়া’

‘একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু...’সেই অদেখাকে দেখাতেই আমাদের আয়োজন "ঘুরে বেড়াই"।

দেশ-বিদেশের দর্শনীয় স্থান, সেখানে ভ্রমণের অভিজ্ঞতা, এবং সেই স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনীতি নিয়ে আমাদের অনুষ্ঠান ‘ঘুরে বেড়াই’।

ঘুড়ে বেড়াই অনুষ্ঠানের ষষ্ঠ পর্ব আজ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি, আফরিন মিম।

১। চীনের নিষিদ্ধ নগরী

চীনের জনপ্রিয় পর্যটন স্থান হলো বেইজিংয়ের নিষিদ্ধ নগরী বা ফরবিডেন সিটি। সম্রাটের অনুমতি ব্যতীত কেউ এলাকায় প্রবেশ করতে বা এলাকা থেকে বের হতে পারতো না বলে এর নাম হয় নিষিদ্ধ নগরী। চীনের রাজধানী বেইজিঙয়ের কেন্দ্রীয় অংশে অবস্থিত ফরবিডেন সিটি পৃথিবীর অন্যতম সুন্দর স্থাপনা। চীনের মহাপ্রাচীরের পর সবচেয়ে জনপ্রিয় পর্য়টন গন্তব্য হলো এই রাজকীয় প্রাসাদ নগরী ।

ফরবিডেন সিটি হলো ৭ লাখ ২০ হাজার বর্গমিটার বা ৭৮ লাখ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত চীনের ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরী। প্রাচীর ঘেরা এক বিশাল জগত্ যার মধ্যে রয়েছে ৯৮০টি প্রাসাদ ভবন, বাগান,ভাস্কর্য,জলাশয় ও প্রাঙ্গণ। ১৪০৬ সাল থেকে ১৪২০ সালের মধ্যে গড়ে ওঠে ফরবিডেন সিটির মূল কয়েকটি স্থাপনা ।

চীনের ফরবিডেন সিটি ছিল চীন সম্রাটদের বাসস্থান এবং পাঁচশ' বছর ধরে চীনের প্রশাসনিক ক্ষমতার মূল কেন্দ্র। চীনের ইউয়ান রাজবংশের সময় ফরবিডেন সিটির ভিত্তি প্রস্তর স্থাপিত হলেও এর মূল স্থাপনাগুলো গড়ে ওঠে মিং ও ছিং রাজবংশের শাসনকালে।

1234...全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn