‘ঘুরে বেড়াই’- ৬ষ্ঠ পর্ব
অন্দর দরবারে রয়েছে ভাস্কর্য ও জলাশয় শোভিত বাগান। যা শিল্প,বিলাস ও সৌন্দর্যের অপূর্ব নিদর্শন।পৃথিবীর নানা প্রান্ত থেকে অসংখ্য পর্যটক প্রতিদিন ফরবিডেন সিটিতে আসেন।
১৯৮৭ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বে কাঠের কাজের সবচেয়ে বড় সংগ্রহ বলে অভিহিত করে। ঐতিহাসিক গুরুত্ব,শিল্প নিদর্শন,সম্পদ ও সৌন্দর্যের দিক থেকে ফরবিডেন সিটি হলো পৃথিবীর বুকে মানুষের সৃষ্টি সবচেয়ে সুন্দর স্থাপনাগুলোর অন্যতম।
২। ইউননান প্রদেশের প্রাচীন গ্রাম ফুয়ান
ফুয়ান, এক অদ্ভুত সুন্দর গোছালো গ্রাম। এ গ্রামের লাল ইটের দালান, পুরানো গাছ-গাছালি, অলি-গলি, সেইসাথে প্রাচীন মন্দির ও কূপ সাক্ষ্য দেয় প্রাচীন ইতিহাসের।
দক্ষিণ-পশ্চিম চীনের ইউননান প্রদেশের রাজধানী কুনমিংয়ের চিননিং জেলার সবচেয়ে প্রাচীন গ্রাম এই ফুয়ান। জানা যায়, মিং রাজবংশের সময়ে প্রতিষ্ঠিত হয় গ্রামটি।