‘ঘুরে বেড়াই’- ৬ষ্ঠ পর্ব
১৪০৬ সাল থেকে শুরু হয় ফরবিডেন সিটির মূল নির্মাণ কাজ। ১৫ বছর ধরে দশ লাখেরও বেশি শ্রমিক প্রাসাদ নির্মাণের কাজ করেন। দক্ষিণ পশ্চিম চীনের অরণ্য থেকে আনা হয় মহামূল্যবান ফোবে চেনান কাঠ, মার্বেল পাথরের বিশাল সব খন্ড দিয়ে সাজানো হয় প্রাসাদের বিভিন্ন কক্ষ। তৈরি হয় অসাধারণ সব ভাস্কর্য
ফরবিডেন সিটি এখন আর নিষিদ্ধ নেই। এখানে এখন রয়েছে প্যালেস মিউজিয়াম। মিং রাজবংশের সময় নির্মিত চীনা মাটির অপূর্ব সুন্দর শিল্প নিদর্শন,সোনা, রূপা, জেড পাথরসহ বিভিন্ন মহামূল্যবান রত্নে তৈরি শিল্প সামগ্রী, চীনা রেশমের কারুকার্যময পোশাক, দুর্লভ হস্তশিল্প রয়েছে প্যালেস মিউজিয়ামে।
এছাড়া এখানে রয়েছে তাং ও সং রাজবংশের অসাধারণ সব মূল্যবান শিল্প সংগ্রহ। রয়েছে ৫০ হাজার পেইন্টিং।