বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য- ০০৩

CMGPublished: 2023-02-04 19:16:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মেলার বইগুলো বিদেশী পাঠকের রুচির সঙ্গে মানানসই করে বাছাই করা হয়। মেলাগুলোতে চার খণ্ডের সংকলন সি চিনপিং: দ্য গভর্ন্যান্স অফ চায়না, সিপিসি ২০তম জাতীয় কংগ্রেসের প্রতিবেদন এবং অনেক পুরস্কার বিজয়ী সাহিত্যকর্ম অন্তর্ভুক্ত করা হয়।

‘রিডিং চায়না’ থিমের সঙ্গে প্রদর্শনীতে ১৫০টিরও বেশি শিরোনাম দেয়া হয়, যার মধ্যে রয়েছে পুরস্কার বিজয়ী চীনা উপন্যাস এবং চীনা শাসন ব্যবস্থা সংক্রান্ত বই।

বিশ্বের দেশে দেশে চিত্তাকর্ষক এ মেলা দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে।মেলায় দর্শনার্থীরা বসন্ত উৎসবের কাপলেট লেখা, লণ্ঠনের ধাঁধা অনুমান করা এবং ঐতিহ্যবাহী চীনা চিত্র আঁকার মাধ্যমে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির অভিজ্ঞতা লাভ এবং উপভোগ করেন।

চিরায়ত চীনা সাহিত্য

সহজ দার্শনিকতার কবি ইউয়ান হোংতাও

চীনের ইতিহাসে মিং রাজবংশের শাসনকালে মানে ১৩৬৮ থেকে ১৬৪৪ সালের মধ্যে চীনা শিল্পসাহিত্য, সংস্কৃতির বিশেষ বিকাশ ঘটে।

মিং আমলের একজন বিখ্যাত কবি ই্উয়ান হোংতাও। তারা তিন ভাই ছিলেন। তিনজনই কবি হিসেবে খ্যাতি পান। চিরায়ত চীনা সাহিত্যে তাদের তিন ইউয়ান ভাই বলে অভিহিত করা হয়। এদের মধ্যে অবশ্য ইউয়ান হোংতাও সবচেয়ে খ্যাতিমান।

চীনের হুকুয়াং এলাকার কুংআন শহরের স্থানীয় একটি অভিজাত পরিবারে ১৫৬৮ সালে জন্ম গ্রহণ করেন ইউয়ান হোংতাও। তার মৃত্যু ১৬১০ সালে। এ সময়টা চীনের ইতিহাসে ওয়ানলি পিরিয়ড নামে পরিচিত যা ১৫৭৩ থেকে ১৬২০ পর্যন্ত বিস্তৃত।

কবি ইউয়ান হোংতাও

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn