বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য- ০০৩

CMGPublished: 2023-02-04 19:16:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বৈচিত্র্যময় চীনা লোকশিল্প উপকরণে উত্তর চীনের শানসি প্রদেশে লণ্ঠন মেলার আয়োজন করা হয়। খরগোশ, ফুল, মহাকাশযান এবং চীনা রাশিচক্রের চিহ্নের মতো বিভিন্ন থিম-বিশিষ্ট অনেকগুলো লণ্ঠন শানসির কাওফিং শহরের ১২শো মিটারের বেশি রাস্তাকে আলোকিত করে। একই সঙ্গে ছিল ৫০০টি ড্রোন দিয়ে একটি অত্যাশ্চর্য লাইট শো।

মেলায় দর্শনার্থীরাদের উপভোগ জন্য স্থানীয় সুস্বাদু খাবার, লোকসংগীত এবং নৃত্য পরিবেশনেরও ব্যবস্থা ছিল। ২৮ জানুয়ারি শুরু হওয়া এই ইভেন্টটি শেষ হয় ১০ ফেব্রুয়ারি।

এদিকে, লণ্ঠন উৎসবকে উপলক্ষে সাংহাইয়ের নিজস্ব ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীতে সাজানো হয় শহরের বিভিন্ন স্থাপনা। প্রায় ৮০টি খরগোশ আকৃতির লণ্ঠন ব্যবহার করা হয় সাংহাই কমপ্লেক্স ভবনে।

উৎসবের অংশ হিসেবে সাংহাইয়ে নববর্ষের মেলাও অনুষ্ঠিত হয়। এতে খেলাধুলা, চীনা কবিতা আবৃত্তি এবং ক্যালিগ্রাফিসহ বিভিন্ন বিনোদনের আয়োজন ছিল।

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের বাসিন্দারা লণ্ঠন উৎসবকে ঘিরে তৈরি করে স্থানীয় ঐতিহ্যবাহী খাবার। বসন্ত উৎসব উদযাপনের সমাপ্তির সংকেত দেয় লণ্ঠন উৎসব।

ফুচিয়ানে, ঐতিহ্যবাহী উৎসবটি চালের ডাম্পলিং বা ইউয়ানসিয়াও খাওয়ার মাধ্যমে পালন করা হয়, রঙিন ফানুস তৈরি করা হয় এবং অন্যান্য লোকজ রীতি পালন করা হয়, যার মাধ্যমে সৌভাগ্য এবং সমৃদ্ধির বয়ে আসে বলে বিশ্বাস করা হয়।

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী।

বসন্ত উৎসবে বিশ্বের ২৭ দেশে চীনের বইমেলা

চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব উপলক্ষে চীনসহ সারা বিশ্ব জুড়ে নানা উদযাপনী অনুষ্ঠানের আয়োজন ছিল। এরই অংশ হিসেবে বিশ্বের বিশ্বের ২৭টি দেশে অনুষ্ঠিত হয় চীনা বইমেলা।

চায়না ন্যাশনাল পাবলিকেশন্স ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশে এ বই মেলার আয়োজন করে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর এবং জাপানসহ ২৭টি দেশে চলে এ মেলা।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn