বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য- ০০৩

CMGPublished: 2023-02-04 19:16:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বর্ণাঢ্য লন্ঠন উৎসবে শেষ হলো চীনে বসন্ত উৎসবের আনুষ্ঠানিকতা

৫ ফেব্রুয়ারি বর্ণাঢ্য লণ্ঠন উৎসবের মধ্য দিয়ে শেষ হয়েছে চীনাদের বসন্ত উৎসব এবং খরগোশবর্ষ বরণের দুসপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা। চীনা চান্দ্র ক্যালেন্ডারের প্রথম মাসের ১৫তম দিনে উদযাপিত হয় জমকালো এ লণ্ঠন উৎসব।

খরগোশ বর্ষ হওয়ায় এবার লণ্ঠন উৎসবে প্রাধান্য ছিল খরগোশ আকৃতির লণ্ঠনের। বিভিন্ন শহরে নানা বর্ণ আর আকৃতির লণ্ঠন শোভা ছড়ায়।

কোথাও কোথাও আয়োজন করা হয় লাইট শো ও ঐতিহ্যিক সাংস্কৃতিক উৎসব। নানা স্থানে মেলায় দর্শনার্থীদের উপভোগের জন্য স্থানীয় সুস্বাদু খাবার, লোকসংগীত এবং নৃত্য পরিবেশনেরও ব্যবস্থা করা হয়।

খেলাধুলা, চীনা কবিতা আবৃত্তি এবং ক্যালিগ্রাফি, ফানুস ওড়ানো, সিংহনৃত্যসহ বিভিন্ন বিনোদনের আয়োজন ছিল সর্বত্র। চীনের ঐতিহ্যবাহী খাবার ডাম্পলিং বা ইউয়ানসিয়াওসহ নানা খাবার তো ছিলই।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn