বাংলা

‘ঘুরে বেড়াই’-২য় পর্ব

CMGPublished: 2023-01-24 17:21:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

উইগুর, হান, কাজাখ, তিব্বতী এবং হুই জাতির ট্র্যাডিশনাল মেডিসিনের দোকানগুলোও বিখ্যাত। এখানে চিকিৎসার জন্য মধ্যএশিয়ার নানা প্রান্ত থেকে আসেন ক্রেতারা। এ শহরে পাওয়া যায় ছাগলের দুধের আইসক্রিম। যা স্থানীয়দের মাঝে খুবই জনপ্রিয়। এছাড়া এ শহরের রাস্তায় হাটলে প্রায়শই চোখে পড়বে বয়স্ক লোকেরা রোদ পোহাচ্ছে এবং শিশুরা চারপাশে খেলছে।

২। সাক্ষাৎকার

ঘুরে বেড়াই অনুষ্ঠানের সাক্ষাৎকার পর্বে এবার কথা হয় বাংলাদেশী এ বি সিদ্দিকের সাথে । যিনি নানচিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মাস্টার্সের শিক্ষার্থী।

সম্প্রতি তিনি ঘুরেছেন চীনের সাংহাই মিউনিসিপালটিতে। সেখানকার মানুষের জীবনযাপন ,খাবার-দাবাড় তাকে মুগ্ধ করেছে। তিনি জানায়, “ আমি যখন সাংহাইয়ে গিয়েছি তখন শহরটা অনেক নিশ্চুপ ছিল। বেশিরভাগ মানুষ বসন্ত উৎসব উপলক্ষে গ্রামের বাড়ি গিয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন শহরটা আমার ভীষণ ভালোলেগেছে”।

এ বি সিদ্দিক

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn