বাংলা

‘ঘুরে বেড়াই’-২য় পর্ব

CMGPublished: 2023-01-24 17:21:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এবারের পর্ব সাজানো হয়েছে

২। চীন ঘুরে বেড়ানো চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী এ বি সিদ্দিকের সাক্ষাৎকার

বিশ্বব্যাপী অপরূপ সৌন্দর্যের চাদর বিছিয়ে রেখেছে বৈচিত্র্যময় প্রকৃতি। কতো-শতো দেশ, কতো সংস্কৃতি, কতো ভাষা, কতো পেশা,.... কিন্তু আর্থিক অসঙ্গতি কিংবা সময়ের টানাটানিতে দেখা হয় না, ‘ঘর হতে শুধু দুই পা ফেলিয়া’

‘একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু...’সেই অদেখাকে দেখাতেই আমাদের আয়োজন "ঘুরে বেড়াই"।

দেশ-বিদেশের দর্শনীয় স্থান, সেখানে ভ্রমণের অভিজ্ঞতা, এবং সেই স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনীতি নিয়ে আমাদের অনুষ্ঠান ‘ঘুরে বেড়াই’।

ঘুড়ে বেড়াই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আজ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি, আফরিন মিম।

১। চীনের প্রাচীন শহর কাশগর

চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের থারিম বেসিন অঞ্চলের মরুদ্যান শহর কাশগর। এটি আফগানিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং পাকিস্তানের সীমান্তের কাছে চীনের পশ্চিমাঞ্চলীয় শহরগু্লোর মধ্যে একটি। দু’হাজার বছরের বেশি পুরনো এই শহরটির সংস্কৃতি যেমন সমৃদ্ধ তেমনি বর্তমানে উন্নত এর অর্থনীতি।

চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের ১২ লাখ ৬৮ হাজার বাসিন্দাসহ ৪.২৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত প্রাচীন শহর কাশগর। প্রাচীন এই শহরের দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় ২ কিলোমিটার।

কাশগর ২ হাজার বছরেরও বেশি সময় ধরে চীন, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বানিজ্যকেন্দ্র হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসাবে কাজ করেছে। কাশগর এমন একটি শহর যেখানে প্রাচীনকাল থেকে সব সময়েই লোক বসবাস করে আসছে।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn