মানুষ ও প্রকৃতি ২১
নাম ফ্লাইং ফ্রগ হলেও ওদের কিন্তু ডানা নেই। তাহলে কেন এমন নাম। এর কারণ হলো ওরা এক গাছ থেকে অন্য গাছে এত জোরে ও দূরত্বে লাফিয়ে যেতে পারে এবং পাতলা চামড়ার কারণে হাওয়ায় ভেসে থাকতে পারে যে মনে হয় ওরা বুঝি উড়ে যাচ্ছে।
৫০ ফিট পর্যন্ত লাফিয়ে যেতে পারে এরা।
হাইনান ফ্লাইং ফ্রগসহ সব প্রজাতির উড়ন্ত ব্যাঙই কিন্তু লংজাম্পে এমনই দক্ষ। ওরা বৃষ্টিভেজা অরণ্যে বাস করতে ভালোবাসে। চীনের কুয়াংতোং, হংকং ম্যাকাও, গ্রেটার বে এরিয়ায় ওরা আইকনিক প্রাণী।
এদের সুরক্ষার জন্য চীন সরকার কাজ করছে।
ধানক্ষেত, পানিভরা গর্ত, পুকুর এবং জলাজঙ্গলেও বাস করে। পরিবেশ দূষণ, দাবানল বা বনের আগুন, ও আবাসভূমি ধ্বংসের কারণে উড়ন্ত ব্যাঙ ঝুঁকির মধ্যে রয়েছে।
তবে প্রকৃতির এই উভচর সন্তানকে রক্ষা করার জন্য কাজ করছেন পরিবেশ কর্মীরা।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ
আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। একটু উষ্ণতার খোঁজে শীতল ভূমি থেকে দক্ষিণে উড়ে আসা পারিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আগামি সপ্তাহে আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও পরিকল্পনা ও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ