বাংলা

মানুষ ও প্রকৃতি ২১

CMGPublished: 2024-11-03 18:01:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

যা রয়েছে এবারের পর্বে

১. উড়ে এল শীতের পাখিরা

২. উড়ন্ত ব্যাঙয়ের গল্প

নিবিড় সবুজ অরণ্য। পাখির ডানা মেলার শব্দ। নীল আকাশ। দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই ।পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য।

সুপ্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠানে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো।

উড়ে এল শীতের পাখিরা

চীনের উত্তর অংশে বেশ শীত পড়ে গিয়েছে। তাই পরিযায়ী পাখিরা পাড়ি জমিয়েছে দক্ষিণে। রাশিয়ার সাইবেরিয়া, চীনের হেইলংচিয়াংসহ উত্তরের শীতল ভূমি থেকে পাখিরা দক্ষিণে তাদের দীর্ঘ যাত্রা শুরু করেছে। এই দীর্ঘ যাত্রাপথে তারা বিভিন্ন স্থানে বিরতি নিচ্ছে। পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশে যাত্রা বিরতি করেছে অনেক পরিযায়ী পাখি । বিস্তারিত প্রতিবেদনে।

অসংখ্য ডানার ঝটপট শব্দ। উড়ে আসছে মৌসুমী অতিথিরা। সাইবেরিয়া, মঙ্গোলিয়া, উত্তর চীনের হেইলংচিয়াং, ইনার মঙ্গোলিয়ায় শীত শুরু হয়ে গেছে। শীতল ভূমি ছেড়ে পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়ার সুদূর পথে পাড়ি জমিয়েছে পরিযায়ী পাখির ঝাঁক। উষ্ণভূমিতে যাত্রা পথে তাদের বিরতি নিতে হবে বেশ কয়েক বার।

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের ছুয়ানচৌ সিটির জলাভূমি এখন পাখির কলকাকলিতে মুখর। ওয়েইথোও উপসাগরে সেপ্টেম্বর মাস থেকেই পাখিরা আসা শুরু করেছে। এদের মধ্যে রয়েছে বেশ কিছু বিরল প্রজাতির পাখি। কালো-ঠোঁট গাংচিল বা ব্ল্যাক বিলড গাল এবং ব্ল্যাকবিলড প্লোভার পাখিরা ওয়েইথোও উপসাগরে শীত কাটাবে। এই এলাকায় আরও দেখা গেছে স্পুন বিলড স্যান্ড পাইপার বা চামচ ঠোঁট কাঁদাখোচাদের। এরা চীনে প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছে চারটি স্পুনবিলড স্যান্ড পাইপারকে দেখা গেছে। ওদের দৈর্ঘ্য মাত্র ১৪ থেকে ১৬ সেন্টিমিটার। এই পাখিগুলো গত বছরের তুলনায় এবছর মাসখানেক আগেইএসে পড়েছে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn