মানুষ ও প্রকৃতি ১৭
মিঠা পানির অভাবের মতো চ্যালেঞ্জের কারণে, দ্বীপ এবং প্রাচীরগুলোতে বনায়ন করা একটি কঠিন চ্যালেঞ্জের কাজ। তবে বছরের পর বছর ধরে কাজ করে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে।
বছরের পর বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর, সানশা সিটিতে ৮৫ হাজারেরও বেশি চারাগাছ লালনপালন করা হয়েছে এবং সফলভাবে ৫৩ হাজারের বেশি চারা রোপণ করা হয়েছে। কিছু দ্বীপ ও প্রাচীরে সবুজের আচ্ছাদন ৯০ শতাংশের উপরে পৌছেছে। সবুজায়ন এখনও চলছে।
সানশা ম্যারিন অ্যান্ড ফিশারি ব্যুরোর ডেপুটি ডিরেক্টর চাং ছ্যংলং। তিনি বলেন, "আমরা আমাদের শহরের সামুদ্রিক পরিবেশকে যৌথভাবে রক্ষা করার জন্য বিভিন্ন বিভাগ এবং প্রাসঙ্গিক বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রচেষ্টা চালাতে থাকব।"
এখন পর্যন্ত চীনের সমুদ্রে মোট ৭৮ প্রজাতির সামুদ্রিক পাখির নাম রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ৪০ টিরও বেশি প্রজাতি সানশা দ্বীপ এবং প্রাচীরে বাস করে।