বাংলা

মানুষ ও প্রকৃতি ১৭

CMGPublished: 2024-10-07 17:00:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সানশা মেরিন রিজার্ভ অ্যাডমিনিস্ট্রেশনের একজন স্টাফ মেম্বার ইয়ু ইয়াংফেই। তিনি বলেন, ,"মনিটরিং সিস্টেমটি ডিম পাড়ার জন্য উপকূলে আসা কচ্ছপ সম্পর্কে রিয়েল-টাইম তথ্য ক্যাপচার করে এবং আমাদের মোবাইল ফোনে সতর্কতা বার্তা পাঠায়। আমরা সাধারণত পরের দিন সকালে জেলেদের সাথে সাইটটি পরিদর্শন করি, কচ্ছপগুলো সত্যিই ডিম দিয়েছে কিনা তা যাচাই করি।“

ছোট ছোট শিশু কচ্ছপগুলো যখন ডিম ফুটে বের হয়। যখন তারা বালির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের পানির দিকে যায় তখন সুন্দর দৃশ্যের সূচনা ঘটে। প্রকৃতি ও মানুষের মধ্যে সুন্দর সম্পর্কের কারণে এখানে কচ্ছপদের রক্ষা করা সম্ভব হচ্ছে। তাদের বিলুপ্তি থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

গত পাঁচ বছরে, সানশা দ্বীপ এবং প্রবাল প্রাচীরগুলোতে সামুদ্রিক কচ্ছপের প্রাকৃতিক বাসা বাঁধার সংখ্যা ১৩শ’ ছাড়িয়ে গেছে। টহল কর্মীরা বলেছেন তারা যখন ছোট ছোট কচ্ছপকে সমুদ্রে প্রবেশ করতে দেখেন তখন মনে খুব তৃপ্তি ও গৌরব অনুভব করেন।

সানশা টারটল পেট্রল টিমের সদস্য হুয়াং ছ্যং বলেন, `যতবার আমরা টহল দিতে যাই এবং ছোট ছোট কচ্ছপগুলোকে বেরিয়ে আসতে দেখি, আমরা তাদের হামাগুড়ি দিয়ে চলার পথ দেখে খুব আনন্দিত হই। আমরা কচ্ছপের বাসা রক্ষা করি। যখন তারা সমুদ্রের দিকে চলে যায় তখন আমরা মনে করি সফল হয়েছি।‘

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn