মানুষ ও প্রকৃতি ১৭
যা রয়েছে এবারের পর্বে
১. প্রকৃতির লীলাভূমি সানশা সিটি
২. বাংলাদেশে বিরল প্রজাপতি ব্ল্যাক ফরেস্টার
নিবিড় সবুজ অরণ্য। পাখির ডানা মেলার শব্দ। নীল আকাশ। দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই ।পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য।
সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। এ পর্বে আপনাদের নিয়ে যাবো এক অপরূপ সামুদ্রিক দ্বীপে। আরও শুনবেন বিরল প্রজাপতির গল্প।
প্রকৃতির লীলাভূমি সানশা সিটি
প্রাকৃতিক সৌন্দর্যে উদ্ভাসিত এক দারুণ সুন্দর স্থান সানশা সিটি। দক্ষিণ চীনেরদ্বীপ প্রদেশ হাইনানের একটি উপকূলীয় শহর সানশা। সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দারুণ সফল হয়েছে এই শহর। চলুন ঘুরে আসি সানশা থেকে। উপভোগ করি নির্মল পরিবেশ এবং জেনে নিই তাদের জীববৈচিত্র্য সম্পর্কে একটি প্রতিবেদনে।
নীল সাগরের ঢেউ আছড়ে পড়ছে তীরে। প্রবাল প্রাচীরে ঘেরা এক দ্বীপ। এ যেন প্রকৃতির এক স্বর্গভূমি। এখানে রয়েছে সামুদ্রিক কচ্ছপ অনেক প্রজাতির পাখি এবং বিভিন্ন প্রাণী। গ্রিন সি টারটল বা সবুজ সামুদ্রিক কচ্ছপ চীনে প্রথম শ্রেণীর সুরক্ষায় রয়েছে। গ্রিন সি টারটল সানশার আইকনিক সরীসৃপ। এদের প্রজনন ঋতু মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে । এরা সাগর তীরের বালিতে ডিম পাড়ে।
এ বছর সানশা সিটির সিশা দ্বীপপুঞ্জে ও প্রবাল প্রাচীরে কচ্ছপের ২০টি বাসা পাওয়া গেছে। প্রজনন ঋতু শুরু হওয়ার সাথে সাথে, সানশাতে স্থানীয় জেলেরা নবজাতক কচ্ছপ শাবকদের বেঁচে থাকার হার বাড়ানোর জন্য কচ্ছপের বাসা বাঁধার কার্যক্রমের উপর নজরদারি বাড়িয়েছে।