মানুষ ও প্রকৃতি ১৪
এখন পর্যন্ত এই উদ্যানে চারটি বেস স্টেশন স্থাপন করা হয়েছে। এই বেস স্টেশনগুলো চিয়াংসি প্রদেশের সব এলাকা কভার করে, যা স্থানীয় বনসম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান সংশ্লিষ্টরা।
ফ্যান ছিয়ানইয়ং পরিচালক, প্রকৃতি সংরক্ষণ ব্যুরো, উয়িশান জাতীয় উদ্যান । বলেন,
‘বেইদু স্যাটেলাইটের রিয়েল-টাইম পজিশনিংয়ে মাধ্যমে আমরা রেঞ্জার, খুঁজে পাওয়া প্রাচীন গাছ ও পশু-প্রাণীর অবস্থান সম্পর্কে জানতে পারি। ‘
স্যাটেলাইটের মাধ্যমে গহীন অরণ্যে থাকা কর্মীদের অবস্থানই শুধু নয়, তাদের কাজ করা ও অবস্থানের তথ্যও পাওয়া যায়। তাই এখানে আরও বেশি বেস স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে উদ্যান কর্তৃপক্ষের।
প্রতিবেদন: আফরিন মিম
সম্পাদনা: শান্তা
সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। আর নতুন বৃক্ষ রোপণ করি। আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আগামি সপ্তাহে আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও পরিকল্পনা ও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ