বাংলা

মানুষ ও প্রকৃতি ১৪

CMGPublished: 2024-09-15 17:57:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

যা রয়েছে এবারের পর্বে

১. উহান চিড়িয়াখানায় ফ্লেমিংগোর শাবক

২. বনরক্ষকদের নিরাপত্তায় ব্যবহার হচ্ছে স্যাটেলাইট প্রযুক্তি

নিবিড় সবুজ অরণ্য। পাখির ডানা মেলার শব্দ। নীল আকাশ। দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই ।পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য।

সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো।

উহান চিড়িয়াখানায় ফ্লেমিংগোর শাবক

ফ্লেমিংগো পাখি চীনে বেশ বিরল। তবে সম্প্রতি উহান ওয়াইল্ডলাইফ কিংডমে একটি ফ্লেমিংগো শাবকের জন্ম হয়েছে। হুবেই প্রদেশে এই প্রথম সংরক্ষিত অবস্থায় ফ্লেমিংগো পাখির জন্ম সম্ভব হলো। কেমন করে এটা ঘটলো আর কেমনভাবেই বা এই পাখির ছানার যত্ন নেয়া হচ্ছে, চলুন শুনে নিই সেই গল্প।

ফ্লেমিংগো পাখি দেখতে বেশ চমৎকার। আকারেও বেশ বড়। জলজ এই পাখি সাধারণত নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে লবণজলের হ্রদ, জলাভূমি এবং উপহ্রদের অগভীর জলে বাস করে।

চীনে ফ্লেমিংগো তুলনামূলকভাবে বিরল। জটিল প্রজনন পরিবেশ তাদের দৈনন্দিন যত্ন এবং প্রজননের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।

তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হয়েছে হুবেই প্রদেশের উহান ওয়াইল্ডলাইফ কিংডম।

উহান ওয়াইল্ডলাইফ কিংডম সমস্যা সমাধানে ফ্লেমিংগোদের জন্য সুরক্ষিত প্রজনন কর্মসূচি শুরু করেছে। পার্ক জানায়, দলটি ছয় বছরের খাওয়ানো এবং পর্যবেক্ষণের মাধ্যমে পাখিদের পরিবেশগত অভ্যাস, খাদ্যতালিকাগত পছন্দ এবং প্রজনন বৈশিষ্ট্য সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছে।

সম্প্রতি এই পার্কে ডিম ফুটে একটি ফ্লেমিংগো পাখির ছানা জন্ম নিয়েছে। হুবেই প্রদেশে এই প্রথম সংরক্ষিত অবস্থায় ফ্লেমিংগো পাখির ছানা জন্ম নিলো।

এজন্য অবশ্য উহানের এই কর্মীদলকে বেশ পরিশ্রম করতে হয়েছিল। পাখিদের পরিবেশ, খাদ্য এবং মানুষের হস্তক্ষেপের প্রভাব অধ্যয়নের জন্য অভিজ্ঞ পরিচর্যাকারী এবং প্রজননকারীদের একটি দলকে একত্রিত করা হয়েছিল। গৃহপালিত প্রাণী বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এই দল ফ্লেমিংগো পাখিদের ঘেরের মধ্যে , একটি পুনঃসঞ্চালনকারী জলের ব্যবস্থা তৈরি করেছিল এবং নতুন স্প্রিংকলার ইনস্টল করেছিল।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn