মানুষ ও প্রকৃতি ১৪
ফ্লেমিংগোর প্রাকৃতিক আবাসস্থলের আর্দ্র ও নির্জন পরিবেশের মতো করে পার্কে ওদের থাকার জায়গায় ঝোপঝাড় ও অন্যান্য গাছপালা লাগানো হয়। ওদের যেন মনে হয় ওরা বন্দী নয়, বরং জলাভূমির ভিতরেই রয়েছে।
সদ্য জন্মানো পাখির শাবকটিকে যত্ন নেয়া হচ্ছে বিশেষভাবে।
একজন পরিচর্যকারী ছেন সিয়াওয়িং জানান, নবজাতক পাখিটিকে দুই ঘন্টা পর পর ড্রপারের মাধ্যমে দুধ খাওয়ানো হয়। তাপমাত্রার বিষয়ে খুব সতর্ক থাকতে হয়। কারণ পাখির ছানা তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল। ওর বসবাসের পরিবেশ ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে রাখতে হয়। তাপমাত্রার সামান্য পরিবর্তন হলেও শাবকটির শ্বাসকষ্ট হতে পারে এবং ও অসুস্থ হয়ে পড়তে পারে।
তত্ত্বাবধায়করা ৬ মাস বয়স না হওয়া পর্যন্ত বাচ্চা পাখিটির দেখাশোনা চালিয়ে যাবেন এবং তারপরে এটিকে ঝাঁকের সাথে আবার