মানুষ ও প্রকৃতি ১৩
নোবু নামে একজন রেঞ্জার শোনালেন এক করুণ অভিজ্ঞতা।
এ বছর জুন মাসের ঘটনা। একটি গর্ভবতী হরিণ নেকড়ের থাবায় আহত হয়ে ছুটতে ছুটতে তাদের ক্যাম্পে এসে আশ্রয় নেয়। মানুষকে দেখে তাড়াকারী নেকড়েটি পালায়। আহত হরিণটির পেট নেকড়ের থাবায় ক্ষত বিক্ষত হয়েছিল। নোবু তাকে চিকিৎসা দেন। ব্যান্ডেজ করে দেন। বিকেলের দিকে মা হরিণটি তার পালের সঙ্গীদের কাছে ফিরে যায়। যাবার আগে নোবুর হাত চেটে তাকে কৃতজ্ঞতা জানায়। পরদিন সকালে তুষারের ওপর মা হরিণের মৃতদেহ পড়ে থাকতে দেখেন নোবু। তার আশপাশে ছিল অন্য গর্ভবতী হরিণরা। সদ্য জন্ম নেয়া মা হারা শাবকটিকে পালন করেন নোবু।
প্রবীণ জীববিজ্ঞানী লিউয়ের মতে, টিবেটান অ্যান্টিলোপদের নাটকীয় সংখ্যাবৃদ্ধি এবং ফিরে আসা এক অনন্য সাফল্য।
পরিবেশ রক্ষায় চীনের সাফল্যকে যেমন এই ঘটনা তুলে ধরেছে তেমনি মানুষ ও প্রকৃতির শান্তিপূর্ণ সহাবস্থানে মানুষ কিভাবে সহায়ক ভূমিকা রাখতে পারে সেই চমৎকার আদর্শও স্থাপন করেছে।
প্রকৃতি সংবাদ
চীনে ফিরে আসছে ম্যানগ্রোভ অরণ্য
ম্যানগ্রোভ অরণ্য প্রকৃতির এক অমূল্য সম্পদ। বিশ্বের উপকূলীয় কয়েকটি দেশে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে যার মধ্যে বাংলাদেশ ও চীন আছে। দূষণ, অরণ্য ধ্বংসসহ বিভিন্ন কারণে এই অরণ্য ক্রমশ কমছে। তবে চীনে ম্যানগ্রোভ অরণ্য প্রসারিত করা সম্ভব হয়েছে।
দুই দশকের বেশি সময় ধরে সংরক্ষণমূলক প্রচেষ্টার পর চীনে প্রসারিত হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। চীন এক্ষেত্রে বিশ্বের হাতে গোণা কয়েকটি দেশের অন্যতম যারা ম্যানগ্রোভ অরণ্য ফিরিয়ে আনতে পেরেছে।