মানুষ ও প্রকৃতি পর্ব ১১
জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের অধীনে এশিয়ান হাতি গবেষণা কেন্দ্রের পরিচালক ছেন ফেই জানান, বিচরণকারী পরিবারকে প্রতিনিধি হিসাবে গ্রহণ করা, নতুন বাচ্চার ঘন ঘন জন্ম এবং পালকে বিভক্ত করা এবং একত্রিত হওয়া সম্পূর্ণরূপে প্রমাণ করে যে স্থানীয় হাতি দলের মধ্যে ঘন ঘন যোগাযোগ রয়েছে এবং তারা স্বাস্থ্যকরভাবে প্রজনন করছে।
এশিয়ান হাতি, রেইনফরেস্ট ইকোসিস্টেমের একটি প্রধান প্রজাতি। চীনে প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে এশিয়ান বুনো হাতি। ইয়ুননান প্রদেশের বনাঞ্চলে এদের দেখা পাওয়া যায়।
সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষে জেনে নিই বারান্দা বাগানের টিপস।
অনেকেই বারান্দায় বাগান করেন। এক্ষেত্রে আপনার বারান্দায় রোদ আসে কিনা সেটা একটা বড় বিষয়। যদি আপনার বারান্দায় রোদ আসে তাহলে টগর, গোলাপ, অপরাজিতা, জুই, দোলনচাঁপা, অর্কিড, বেলি, হাসনাহেনা ফুলের গাছ লাগাতে পারেন। এ গাছগুলো টবে বেশ ভালোই থাকে।
আসুন আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আগামি সপ্তাহে আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও পরিকল্পনা ও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ