মানুষ ও প্রকৃতি পর্ব ১১
কী রয়েছে এ পর্বে
১. লি চিয়াং নদীর তীরে
২. হাতি পরিবারে নতুন সদস্য
নিবিড় সবুজ অরণ্য। পাখির ডানা মেলার শব্দ। নীল আকাশ। দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই ।পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য।
সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো।
লিচিয়াং নদীর তীরে
পাহাড়ি নদীর স্বচ্ছ জল বয়ে চলেছে । জলের বুকে ছায়া পড়েছে সবুজ গাছের। প্রকৃতির এক অনন্য সুন্দর ভূমি দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কুইলিন সিটির লিচিয়াং নদীর তীরবর্তি এলাকা। এখানে মানুষ ও প্রকৃতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হয়েছে। কেমন করে এমনটা হলো, চলুন শুনে নিই সেই গল্প।
নদী বয়ে চলেছে নিরবধি। কিন্তু নদীর ভাষা কি বুঝতে পারে মানুষ? অনেক সময় বিভিন্ন রকম দূষণের শিকার হয়ে কলুষিত হয়ে পড়ে নদীর জল। নদীর সেই কান্না যে বুঝতে পারে সে এগিয়ে আসে নদীকে বাঁচাতে। কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কুইলিন সিটির একটি পাহাড়ি নদী লি চিয়াং।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং যখন মাত্র ১৩ বছরের কিশোর তখন লি চিয়াং নদীর তীরে ভ্রমণে গিয়েছিলেন তার স্কুলের বন্ধুদের সঙ্গে। তারা সাঁতার কেটেছিলেন সেই নদীর নীল স্বচ্ছ জলে। সেখানে জেলেদের জালে উঠতো ঝাঁকে ঝাঁকে সোনালি মাছ। সে ছিল এক রূপকথার দেশ।
কিন্তু পরবর্তিকালে বিভিন্ন রকম দূষণের শিকার হয় নদী। অতিরিক্ত বালি খনন আর তীরের অসংখ্য রেস্টুরেন্টের কারণে দূষিত হয়ে পড়ে নদীর পানি, হারিয়ে যেতে থাকে এই এলাকার জীববৈচিত্র্য।
২০১২ সালে পাঁচবছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয় এই নদীকে দূষণমুক্ত করার। ১৮তম সিপিসি ন্যাশনাল কংগ্রেসে এই এলাকার অর্থনীতি, বাস্তুতন্ত্র পরিবেশ, সংস্কৃতিসহ সামগ্রিক উন্নতির দিকে গুরুত্ব দেয়া হয়।
২০১২ থেকে এখন পর্যন্ত কুয়াংসি অঞ্চলে বেশ কয়েকবার পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট সি। এখানকার পরিবেশগত উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে জোর দিয়েছেন। লি চিয়াং নদীর অববাহিকায় বাসরত ৩.৫ মিলিয়ন মানুষ প্রত্যক্ষ করেছেন পরিবেশ ও বাস্তুতন্ত্র উন্নয়নে স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ।