মানুষ ও প্রকৃতি পর্ব ১১
বন্যেরা বনে সুন্দর। আর মানবসভ্যতা যদি প্রকৃতির সঙ্গে শান্তিপূর্ণ ভাবে সহাবস্থান করতে পারে তাহলে সৃষ্টি হয় সুন্দর বিশ্ব।
প্রকৃতি সংবাদ
হাতি পরিবারে নতুন সদস্য
কয়েক বছর আগে ইয়ুননান প্রদেশে একপাল বন্য এশিয়ান হাতির যাত্রা পুরো বিশ্বে আলোড়ন তোলে। সেই হাতির পালে গত তিন বছরে নতুন শিশুদের জন্ম হয়েছে। হাতিদের এই সুখবর বিস্তারিত জানবো।
প্রকৃতিপ্রেমীদের নিশ্চয়ই মনে আছে ২০২০ সালের মার্চ মাসে ইয়ুননান প্রদেশের সিশুয়াংবান্না তাই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ছেড়ে একদল হাতি ভ্রমণ শুরু করে। ২০২১ সালের জুন মাসে তারা প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রাদেশিক রাজধানী কুনমিংয়ে এসে পৌছায়। বেশ কিছুদিন কুনমিংয়ে ঘোরাঘুরির পর হাতির পাল আবার দক্ষিণে যাত্রা করে এবং ডিসেম্বরে তারা সিশুয়াংবান্নায় ম্যংইয়াং এলাকায় ফিরে আসে।
সম্প্রতি সিশুয়াংবান্নার এশিয়ান হাতি সুরক্ষা ও ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান ওয়াং বিন জানিয়েছেন হাতিরা সুস্থ আছে এবং তাদের পরিবারে নতুন সদস্য যোগ হয়েছে। গত তিন বছরে চারটি নতুন শিশুর জন্ম হয়েছে। বাচ্চা হাতিগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। তাদের বেঁচে থাকার দক্ষতা বাড়ছে। পরিবারের সদস্যদের কাছ থেকে তারা বালি স্নান ও খাবার খুঁজে খাওয়ার মতো কৌশল শিখছে।
বর্তমানে বন্য হাতি পরিবার দুটি দলে বিভক্ত হয়েছে। ১৩টি হাতির একটি দল ম্যংইয়াং এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অন্য সাতটি হাতি চিংহোং সিটির দাদুকাং টাউনশিপে অন্য একটি হাতি পরিবারের ২৮ টি বন্য হাতির সঙ্গে বেশ মিলেমিশে ঘুরছে।