মানুষ ও প্রকৃতি ৮
শানতোং প্রদেশের বিভিন্ন স্থানে, বেইজিং, থিয়েনচিন এবং হ্যপেই প্রদেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হচ্ছে এমন বাঁশবন।
প্রতিবেদন : শান্তা মারিয়া
সুপ্রিয় শ্রোতা, শুনছেন মানুষ ও প্রকৃতি। আসুন জেনে নিই ছাদ বাগানের কিছু টিপস।
বাগানে একেক গাছের পানির চাহিদা একেক রকম। ইনডোর প্ল্যান্টে তুলনামূলক কম পানি লাগে। ক্যাকটাস বা সাকুলেন্ট-জাতীয় গাছে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। বর্ষার দিনে এই গাছগুলো বারান্দার এমন জায়গায় রাখুন যেখানে বৃষ্টির পানি খুব বেশি পৌঁছায় না। এসব গাছের গোড়া ও মাটি ভেজা থাকা অবস্থায় কখনোই পানি দেবেন না। তাতে গাছের গোড়ায় পচন দেখা দিতে পারে।
ঝুম বৃষ্টি হলে গাছের টবে পানি জমতে পারে। এ সময় টবের নিচে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে, যাতে প্রয়োজনের অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে। প্রয়োজনে টব কাত করে পানি ফেলে দিতে হবে। কোনোভাবেই টবে পানি জমতে দেওয়া যাবে না। টবের অতিরিক্ত পানির কারণে গাছ মরেও যেতে পারে।
সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। আর নতুন বৃক্ষ রোপণ করি। আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আগামি সপ্তাহে আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও পরিকল্পনা ও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ