মানুষ ও প্রকৃতি ৮
কী রয়েছে এ পর্বে
১. প্রকৃতির সন্তান মুজ হরিণ
২. নগরীতে বাঁশবনের ছায়া
নিবিড় সবুজ অরণ্য। পাখির ডানা মেলার শব্দ। নীল আকাশ। দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই ।পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য।
সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো।
প্রকৃতির সন্তান মুজ হরিণ
মুজ হরিণ প্রকৃতির এক সুন্দর সন্তান। শীতল অরণ্যে ঘুরে বেড়ায় তারা । চীনে জীববৈচিত্র্য ও পরিবেশসংরক্ষণমূলক কাজের ফলে বাড়ছে মুজ হরিণের সংখ্যা। সম্প্রতি হেইলংচিয়াং প্রদেশের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলে গবেষকরা মুজ হরিণের চার-পাঁচটি পালের খোঁজ পেয়েছেন।যা থেকে তারা বুঝতে পেরেছেন এখানে কয়েকশ মুজ হরিণ আছে। কিভাবে বাড়লো ওদের সংখ্যা সেকথা শুনবো এখন।
অরণ্যে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে মুজ হরিণ। এই হরিণকে এলক নামেও ডাকা হয়। বিশাল বড় তার শিং। হরিণ পরিবারে সবচেয়ে বড় আকারের হলো মুজ হরিণ। এরা জলাভূমি অরণ্য, পাহাড়ি অরণ্য , বড় পাতা বৃক্ষের অরণ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে ভালোবাসে। এরা জলার ঘাস পাতা ও গাছের বড় পাতা খেতে ভালোবাসে।
চীনের হেইলংচিয়াং প্রদেশের নানওয়েংহ্য ন্যাশনাল নেচার রিজার্ভের সংরক্ষিত প্রাকৃতিক অরণ্যে ঘুরে বেড়াচ্ছে বিশালাকারের মুজ হরিণ। সম্প্রতি চাইনিজ অ্যাকাডেমি অব ফরেস্ট্রি মুজ হরিণের চার-পাঁচটি পালের দেখা পেয়েছেন এই অরণ্যে। যা থেকে তারা ধারণা করছেন এখানে কয়েকশ মুজ হরিণ রয়েছে। শীতল এলাকায় অরণ্য জলাভূমি বাস্তুতন্ত্রের মধ্যে নানওয়েংহ্য হলো সবচেয়ে বড় প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল। থার্মাল ক্যামেরায় এখানে হরিণদের গতিবিধি দৃষ্টিগোচর হয়েছে।