বাংলা

মানুষ ও প্রকৃতি ৫

CMGPublished: 2024-07-14 18:14:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মাছটি লাফ দিয়ে জল ছেড়ে উঠে আসে এবং বাতাসের মধ্য দিয়ে বেশ অনেকটা পথ পাড়ি দেয়। উড়ন্ত মাছকে শিকার করতে বিশেষভাবে দক্ষ একটি পাখি। নাম তার লাল-পা বুবি। এই পাখি অত্যন্ত দক্ষ শিকারী। ‘উড়ন্ত মাছের শিকারী’ হিসেবে তার বেশ নাম ডাক।

পাখিগুলো প্রায়ই জাহাজের সঙ্গে সঙ্গে ওড়ে আর উড়ন্ত মাছ দেখলেই ঝাঁপিয়ে পড়ে। অবশ্য অনেক সময় জাহাজের শব্দে চমকে গিয়ে তার শিকার ফসকেও যায়। রেড ফুটেড বুবি বা লাল-পা বুবি পাখি চীনের জাতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর সুরক্ষিত বন্যপ্রাণী হিসেবে তালিকায় রয়েছে।

দক্ষিণ চীন সাগর বিভিন্ন জলজ প্রাণীর আবাসস্থল। উড়ন্ত মাছসহ নানা রকম জীববৈচিত্র্য এখানকার বাস্তুতন্ত্রকে সমৃদ্ধ করেছে।

সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ

কণ্ঠ: হোসনে মোবারক সৌরভ

প্রকৃতি সংবাদ

কুইচৌ প্রদেশে চায়না রোজের বিপন্ন প্রজাতির সন্ধান লাভ

দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশে সম্প্রতি চায়না রোজ ফুলের একটি বিপন্ন প্রজাতির সন্ধান পেয়েছেন চীনা বিজ্ঞানীরা। রোজা লুসিডিসিমা নামে এই অতি বিপন্ন প্রজাতির ফুলটি রোজা চিনেনসিস বা চায়না রোজের অন্তর্গত।

কুইচৌ বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ফরেস্ট্রি এবং ফোতিং মাউন্টেন নেচার রিজার্ভ অ্যাডমিনিস্ট্রেশনের যৌথ গবেষণা দল এই ফুলের সন্ধান পায়। ফোতিং পাহাড়ের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলের শিছিয়ান কাউন্টির অরণ্যে এই ফুল দেখা গেছে। একটি স্থানীয় চীনা প্রজাতি হিসেবে রোজা লুসিডিসিমা বিক্ষিপ্তভাবে দক্ষিণ ও মধ্য চীনে দেখা যায়। বন্য অবস্থায় এই প্রজাতির ফুল অত্যন্ত বিরল। এটি ক্রিটিকালি এনডেনজারড স্পিসিস হিসেবে চীনের জীববৈচিত্র্যের সুরক্ষার লাল তালিকায় রয়েছে যা অতি গুরুত্বপূর্ণ।

গবেষণা দলের অন্তর্গত কুইচৌ বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের একজন সদস্য উ সু বলেন, ‘এপ্রিল মাসে এক মাঠ জরিপের সময় আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ মিটার উপরে রোজা লুসিডিসিমার চারটি গাছের সন্ধান পাই। নজরকাড়া লাল গোলাপগুলো গাছের শাখা থেকে ঝুলছিল ‘।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn