মানুষ ও প্রকৃতি ৫
উদ্ভিদবিদরা বিশ্বাস করেন যে জাতীয় দ্বিতীয় শ্রেণীর সুরক্ষিত এই বন্য উদ্ভিদ প্রজাতি হল চীনের গোলাপের আদিম রূপ। এর উপর আরও অধ্যয়ন ও গবেষণা গোলাপ গাছের উৎপত্তি এবং বিবর্তন বিষয়ে অনেক তথ্য প্রদান করবে, যা গোলাপের জেনেটিক্স প্রজনন এবং পরিবেশগত সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স প্রদান করতে পারে।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা ও কণ্ঠ: আফরিন মিম
সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। এখন বর্ষাকাল চলছে। বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযোগী মৌসুম। আসুন এই বর্ষামৌসুমে আমরা আমাদের চারপাশকে সবুজ করে তুলি। ব্যালকনিতে, ছাদে, বাড়ির সামনে যে কোন স্থানে ছোট বড় যে কোন রকম বাগান গড়ে তুলি।
আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আগামি সপ্তাহে আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও পরিকল্পনা ও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ