বাংলা

মানুষ ও প্রকৃতি ৫

CMGPublished: 2024-07-14 18:14:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পুরুষ সোনালি বানর আকারে মেয়ে বানরের চেয়ে অনেক বড় হয়। শিশু অবস্থায় গায়ের রং থাকে তামাটে। বড় হয়ে সোনালি রঙ ধারণ করে।

চীনা বন একাডেমির, ইন্সটিটিউট অব ফরেস্ট ইকোলজির পরিবেশ ও সুরক্ষা বিষয়ক প্রধান বিজ্ঞানী,

লি তিছিয়াং জানান এবারই প্রথম ইনফ্রারেড সেনসিং ড্রোন ব্যবহার করা হয়েছে যেন গণনা সঠিক হয়, এবং প্রতিটি সোনালি বানরকে গণনা করা যায়।

১৯৯০ এর দশকে এই অরণ্যে মাত্র ১৬৪ বর্গ কিলোমিটার জুড়ে ৫০১টি সোনালি বানর বাস করতো। জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষামূলক অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে বানরের সংখ্যা বাড়ানো হয়েছে। ২০০৫ সালে ১৮৯ বর্গকিলোমিটার এলাকায় ১২৮২টি বানর ছিল। ২০১৯ সালে ৩৫৪ বর্গকিলোমিটার এলাকায় ১৪৭১টি বানর বাস করতো। আর সাম্প্রতিক জরিপে তাদের সংখ্যা ১৬১৮।

চীনের পরিবেশ সংরক্ষণমূলক কাজ, গবেষক ও প্রকৃতি কর্মীদের নিরলস প্রচেষ্টায় বাড়ছে সোনালি বানরের সংখ্যা। প্রকৃতির কোলে ফিরে আসছে প্রকৃতির এই সোনালি সন্তান।

প্রতিবেদন ও কণ্ঠ: শান্তা মারিয়া

উড়ন্ত মাছকে শিকার করে যে পাখি

উড়ন্ত মাছকে শিকার করে উড়ন্ত পাখি। প্রকৃতির এই অবাক করা ঘটনার বিবরণ শুনবেন প্রতিবেদনে।

‘উড়ন্ত মাছ’ কথাটি শুনলে অনেকেই অবাক হবেন। ফ্লাইং ফিশ বা উড়ন্ত মাছ দক্ষিণ চীন সাগরের বাসিন্দা। এই মাছ এতে জোরে লাফ দেয় যে মনে হয় সে জলের উপর দিয়ে উড়ে যাচ্ছে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn