মানুষ ও প্রকৃতি ১
বেইজিংয়ের মিল গবেষণা কেন্দ্রে সমন্বিত উপায়ে গবেষণার মাধ্যমে বন্য প্রজাতি আবার ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। শিশোও, হুবেই, হুনানসহ বিভিন্ন স্থানে মিলু পার্ক প্রতিষ্ঠা করে বন্য প্রকৃতিতে আবার ফিরিয়ে আনা হয়েছে এই সুন্দর হরিণকে।
বর্তমানে চীনে তিনহাজারের বেশি মিলু হরিণ রয়েছে এবং এর সংখ্যা ক্রমশ বাড়ছে।
সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। বাড়ির সামনের খোলা জায়গায় হোক, ছাদে কিংবা ঘরের ছোট্ট ব্যালকনিতে, আসুন গড়ে তুলি নিজস্ব বাগান। অপ্রয়োজনে গাছ কাটা বন্ধ করি। নতুন বৃক্ষ রোপণ করি। আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আগামি সপ্তাহে আবার কথা হবে। চাই চিয়েন।