মানুষ ও প্রকৃতি ১
১. চীনে বাড়ছে বনায়ন
২. প্রকৃতি সংবাদ
৩. প্রকৃতির সন্তান মিলু হরিণ
ইন্ট্রো:
নিবিড় সবুজ অরণ্য। পাখির ডানা মেলার শব্দ। নীল আকাশ। দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই ।পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য।
সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো।
বর্তমানে সারা বিশ্ব জলবায়ু পরিবর্তনের নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যার প্রভাব আগামীর দিনগুলোতে আরও বাড়তে পারে।
একটি বসবাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান মানুষ ও প্রকৃতি।
চীনে বাড়ছে বনায়ন
ওসি: চীনে বনায়ন বাড়ছে, সবুজ হয়ে উঠছে আরও বেশি ভূমি। সম্প্রতি প্রকাশিত তথ্যে জানা গেছে ২০২৩ সালে ৫৯.৯৭ মিলিয়ন মু বা ৩.৯৯৮ মিলিয়ন হেকটর জমিতে বনায়ন করা হয়েছে। চীনের এই বনায়ন নিয়ে শুনবো একটি প্রতিবেদন।
প্যাকেজ: চীনে সবুজায়ন প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে। গত দুই দশকের চেষ্টায় বিশ্বের একচতুর্থাংশ সবুজ ভূমি সৃষ্টিতে অবদান রেখেছে চীন। এই অর্জনে অন্তর্ভুক্ত হয়েছে প্রাথমিকভাবে মরুভূমি অঞ্চলে, উত্তরপশ্চিম চীনের শুষ্ক অঞ্চলে বড় আকারে সবুজায়ন কর্মসূচির মাধ্যমে বন সৃষ্টির প্রচেষ্টা। স্থল সবুজায়নের জন্য সম্ভাব্য সকল জায়গায় বৃক্ষরোপণ ও সংরক্ষণ চীনের প্রতিশ্রুতি যা বিশ্বের সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।