বাংলা

মানুষ ও প্রকৃতি ১

CMGPublished: 2024-06-16 14:57:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পর্বত, নদী, অরণ্য কৃষিক্ষেত্র, লেক, তৃণভূমি ও মরুভূমি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ২০২৩ সালে উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করেছে চীন।

চলতি বছর সবুজায়নের জন্য বড় পরিকল্পনা বাস্তবায়ন করছে চীন। জাতীয় পরিকল্পনা অনুসারে ১০০ মিলিয়ন মু(প্রায় ৬.৬৭ মিলিয়ন হেকটর) জমি সবুজ করে তুলবে তারা। এরমধ্যে ৫৪ মিলিয়ন মু বা ৩.৬ মিলিয়ন হেকটর ভূমিতে সৃষ্টি হবে অরণ্য।

চীনের ১৮তম কমিউনিস্ট পার্টি (সিপিসি)জাতীয় কংগ্রেস ২০১২ সাল থেকে সারা দেশে সমন্বিত প্রচেষ্টা চালিয়েছে, সফলভাবে মোট ১.৬৮ বিলিয়ন মু বা ১১২ মিলিয়ন হেকটর জমির সবুজায়ন সম্পন্ন করেছে। দেশের বনাঞ্চল এবং বনের ঘনত্বের পরিমাণ উভয়ই বহুবছর ধরে বৃদ্ধি পেয়েছে। রোপিত বনের আয়তন ১.৩১৪ বিলিয়ন মু বা ৮৭.৬ মিলিয়ন হেক্টরে পৌছেছে, যা বিশ্বের প্রথম স্থানে রয়েছে।

জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের তথ্যমতে এখন পর্যন্ত ৭ মিলিয়ন মু (প্রায় ৪ লাখ ৬৭ হাজার হেকটর) জমিতে সবুজায়ন সম্পন্ন হয়েছে। বিশ্বের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে চীন।

প্রকৃতি সংবাদ

সুপ্রিয় শ্রোতা শুনছেন প্রাণ ও প্রকৃতি। এ পর্যায়ে এখন শুনবো প্রকৃতি সংবাদ। জানাচ্ছেন আফরিন মিম

চীনের হেইলংচিয়াং প্রদেশের ছিছিহার এলাকায় চালং ন্যাশনাল নেচার রিসার্ভ বা প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল ও জলাভূমিতে এখন লাল-মুকুট সারসের প্রজনন শৌসুম চলছে। এখানে ডিম ফুটে বের হচ্ছে ছানা পাখি।

এই প্রাকৃতিক সংরক্ষিত জলাভূমি বনাঞ্চলকে বলা হয় এই প্রজাতির সারসের বিশ্বের সবচেয়ে বড় আবাসভূমি। চীনে এই সংরক্ষিত বনাঞ্চল ‘হোম অব রেড ক্রাউনড ক্রেন’ বা লাল মুকুট সারসের বাসভূমি নামে পরিচিত।

চালং ন্যাশনাল রিজার্ভে এই প্রকৃতির সারসের প্রজনন এবং তাদের সংরক্ষণের উপর গবেষণা কার্যক্রমও চলছে। ক্যাপটিভ অবস্থায় জন্ম নেয়া পাখির ছানাদের বন্য প্রকৃতিতে টিকে থাকার উপযুক্ত বয়সে পৌছালে অবমুক্ত করা হয়। এখান থেকে ৩৮০টির বেশি রেড ক্রাউনড পাখিকে অবমুক্ত করা হয়েছে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn