বাংলা

দেহঘড়ি পর্ব-০৫১

CMGPublished: 2023-12-31 21:29:25
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে ট্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা টিসিএম নিয়ে আলোচনা ‘ঐতিহ্যবাহী চিকিৎসাধারা’, চীনের হাসপাতাল-পরিচিতি ‘চিকিৎসার খোঁজ’ এবং টিসিএম ভেষজের উপকারিতা নিয়ে আলোচনা ‘ভেষজের গুণ’।

#ঐতিহ্যবাহী_ চিকিৎসাধারা

স্নায়ুরোগের চিকিৎসায় টিসিএম

নিউরোপ্যাথি বা স্নায়ুরোগ বলতে সাধারণভাবে এক বা একাধিক স্নায়ুর অকার্যকরতা বা রোগকে বোঝায়, যা শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে অঙ্গপ্রত্যঙ্গে ব্যথা, সংবেদনশীলতা ও ক্ষয় ঘটায়। নিউরোপ্যাথির সবচেয়ে সাধারণ রূপ হলো পেরিফেরাল নিউরোপ্যাথি, যেটি মস্তিষ্ক ও মেরুদণ্ডের কর্ড এবং শরীরের বাকি অংশের মধ্যে যোগাযোগে বিঘ্ন ঘটায়।

বিশ্বজুড়ে অসংখ্য মানুষ পেরিফেরাল নিউরোপ্যাথিতে আক্রান্ত। এর মধ্যে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রায় ৩ কোটি মানুষ কোনও না কোনও মাত্রায় এ রোগে ভুগছেন বলে বিশ্বাস করা হয়। কিছু কিছু ক্ষেত্রে নিউরোপ্যাথি গুরুতর ব্যথা সৃষ্টি করে এবং শরীরকে অক্ষম হতে পারে৷

নিউরোপ্যাথির লক্ষণগুলো ব্যক্তিভেদে আলাদা হয়। সেকারণে এটি নির্ণয় করা খানিকটা চ্যালেঞ্জিং৷ কোনও কোনও ধরনের স্নায়ুরোগ, যেমন দীর্ঘস্থায়ী স্নায়ুরোগ অনেক বছর ধরে ধীরে ধীরে বিকাশ লাভ করে আবার কোনও কোনওটি, যেমন তীব্র স্নায়ুরোগ হঠাৎ করে হতে পারে৷ এখনও পর্যন্ত নিউরোপ্যাথির কোনও নিরাময় আবিস্কৃত হয়নি এবং প্রচলিত চিকিৎসাব্যবস্থায় নিউরোপ্যাথির অন্তর্নিহিত কারণগুলো দূর করার উপায় খুব সীমিত। এ চিকিৎসাব্যবস্থায় ব্যথার উপসর্গগুলো থেকে মুক্তি দেওয়ার উপরই গুরুত্ব দেওয়া হয়।

তবে গবেষণায় দেখা গেছে, আকুপাংচার ও ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাব্যবস্থা (টিসিএম) পরিপূরক বা বিকল্প চিকিৎসার একটি কার্যকর উপায়। এ চিকিৎসা স্নায়ুতন্ত্রের ক্ষয় নিয়ন্ত্রণ করে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn