বাংলা

দেহঘড়ি পর্ব-০৪৬

CMGPublished: 2023-11-26 17:35:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চিকিৎসা: পলিপের প্রচলিত চিকিৎসায় ডাক্তারেরা সাধারণত স্টেরয়েডজাতীয় ওষুধ দেন। এ সমস্যা প্রাথমিক পর্যায়ে থাকলে চিকিৎসকরা স্টেরয়েড স্প্রে দেন আবার পলিপ বড় হয়ে গেলে স্টেরয়েড ট্যাবলেট দেন। তবে পলিপগুলো অতিরিক্ত বড় হয়ে গেলে এবং ওষুধে কাজ না হলে প্রচলিত চিকিৎসায় শেষ ধাপ হিসাবে শল্যচিকিৎসার মাধ্যমে পলিপগুলো ফেলে দেওয়া হয়।

আকুপাংচার চিকিৎসা: নাকের পলিপের চিকিৎসায় আকুপাংচার খুবই কার্যকর, বিশেষ করে দীর্ঘমেয়াদে। এটি খুব নিরাপদও। যাদের ক্ষেত্রে ওষুধ কাজ করে না, তাদের জন্য সবচেয়ে ভালো বিকল্প আকুপাংচার। এক গবেষণায় দেখা গেছে, যারা পলিপের আকুপাংচার চিকিত্সা নেন ৩ মাসের মধ্যে তাদের পলিপের আকার সাধারণ ওষুধ গ্রহণকারীদের পলিপের আকারে তুলনায় অনেক ছোট হয়ে যায়।

চিরাচরিত চীনা চিকিৎসা ব্যবস্থা বা টিসিএমে মনে করা হয়, মানুষের স্বাস্থ্য তার শরীরে মূল শক্তি বা ‘ছি’র প্রবাহের উপর নির্ভর করে। এই শক্তি মেরিডিয়ান নামের অদৃশ্য পথ দিয়ে প্রবাহিত হয়। টিসিএমে বিশ্বাস করা হয়, ‘ছি’ শরীরে ভারসাম্য বজায় রাখে এবং রোগ নিরাময়ের প্রাকৃতিক ক্ষমতাকে বাড়ায়। ‘ছি’র প্রবাহ ব্যাহত হলে তা শারীরিক ও মানসিক সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। আকুপাংচারে নির্দিষ্ট রোগের নির্দিষ্ট মেরিডিয়ান পয়েন্টগুলোতে খুব পাতলা সূঁচ ফুটানোর মাধ্যমে সেগুলোকে উদ্দীপ্ত করা হয়, যার ফলে ‘ছি’ প্রবাহের বাঁধা দূর হয়। আকুপাংচারের মাধ্যমে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই কয়েক সেশনে নাকের পলিপ অপসারণ করা সম্ভব।

#চিকিৎসার_খোঁজ

সর্বোচ্চ স্তরের বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠান কুয়াংচৌ ফুতা ক্যান্সার হাসপাতাল

কুয়াংচৌ ফুতা ক্যান্সার হাসপাতাল চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় কুয়াংতুং প্রদেশের রাজধানী কুয়াংচৌয়ে অবস্থিত একটি সর্বোচ্চ স্তরের বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল। চারশ’ শয্যার এ হাসপতালটি চিনান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্কুলে অধিভুক্ত। ২০০১ সালে এটি কার্যক্রম শুরু করে। কুয়াংতুং প্রদেশের স্বাস্থ্য বিভাগ অনুমোদিত অলাভজনক এ ব্যক্তিখাতের হাসপাতালটিকে ২০১১ সালে জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন একটি জাতীয় গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল ক্যান্সার হাসপাতাল হিসাবে মনোনীত করে। একই বছর হাসপাতাল প্রশাসনের জাতীয় ইনস্টিটিউট এটিকে দেশের সবচেয়ে বিশ্বস্ত বেসরকারি হাসপাতাল হিসাবে স্বীকৃতি দেয় এবং ২০১২ সালে চীনের হাসপাতাল সমিতি এ হাসপাতালকে চীনের সবচেয়ে আস্থার চিকিৎসাপ্রতিষ্ঠান হিসাবে আখ্যায়িত করে। ফুতা ক্যান্সার হাসপাতাল ২০১৪ সালে যুক্তরাষ্ট্র-ভিত্তিক জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনালের স্বীকৃতি পায়।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn