দেহঘড়ি পর্ব-০৪৪
বেইজিংয়ের বেইলি অ্যান্ড জ্যাকসন মেডিকেল সেন্টার বেসরকারি বিনিয়োগে প্রতিষ্ঠিত একটি প্রথম শ্রেণির সর্বোচ্চ পর্যায়ের ক্লিনিক। চিকিৎসেবা খাতের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান আইখাং গ্রুপের একটি শীর্ষ ব্র্যান্ড হিসাবে এ ক্লিনিক ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা, জেনারেল মেডিসিন, মহিলা ও শিশুদের স্বাস্থ্যসেবা, ডেন্টাল সেবা, বিশেষজ্ঞ পরিষেবা, টিকা, শল্যচিকিৎসা, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবা প্রদান করে। এ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান বিশ্বের সর্বাধুনিক রোগ নির্ণয় ও চিকিৎসা সুবিধা নিয়ে এসেছে।
ক্লিনিক কর্তৃপক্ষ বলছে, তাদের চিকিৎসক দল চীনা ও বিদেশি রোগীদের জন্য ‘ওয়ান-স্টপ’ ‘সমন্বিত’ ‘উচ্চ মানের ও উচ্চ-দক্ষতা’ স্বাস্থ্যসেবা প্রদান করে, যাতে রোগীরা উচ্চ-মানের স্বাস্থ্যকর জীবন যাপন করতে পারে।
চীন ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদান করার ২ বছর পর ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বেইলি অ্যান্ড জ্যাকসন মেডিকেল সেন্টার। শুরুতে এটি ছিল বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। ২০০৬ সালে প্রতিষ্ঠানটি আইখাং গ্রুপের মালিকানায় আসে।
বেইজিংয়ের ছাওইয়াং জেলায় অবস্থিত ক্লিনিকটি ‘সেরা হাসপাতাল ও ক্লিনিক’ হিসাবে খ্যাতি অর্জন করেছে এবং উচ্চমানের চিকিৎসাসেবার জন্য কূটনীতিকদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছে। এর পাশেই রয়েছে প্রথম দূতাবাস এলাকা, বিশ্ব বাণিজ্যকেন্দ্র এবং ফরচুন ফাইন্যান্সিয়াল সেন্টার। হাসপাতালের পরিষেবা এলাকা প্রায় ১০ হাজার বর্গ মিটার। বেইলি অ্যান্ড জ্যাকসন মেডিকেল সেন্টার ২০০৩ সালে বেইজিংয়ে প্রতিষ্ঠিত হলেও হংকংয়ে এর শাখা রয়েছে ১৯৫৮ সাল থেকে।
বেইজিংয়ের বেইলি অ্যান্ড জ্যাকসন মেডিকেল সেন্টারে রোগীদের সমন্বিত চিকিৎসাসেবা দেওয়া হয়। চীনা ও বিদেশি উভয় শ্রেণির রোগীদের সর্বোত্তম সেবা দেওয়ার জন্য ম্যান্ডারিন ভাষার পাশাপাশি এখানে রয়েছে ইংরেজি ভাষায় পারদর্শী চিকিৎসক ও চিকিৎসাকর্মী দল।