বাংলা

দেহঘড়ি পর্ব-০৪৩

CMGPublished: 2023-11-05 14:45:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হুয়াশান হাসপাতালে রয়েছে ৩৯টি ক্লিনিকাল ও সহায়ক বিভাগ, যেগুলোর মধ্যে দশটি চীনের শিক্ষা মন্ত্রণালয় থেকে ‘জাতীয় মূল ক্লিনিকাল চিকিৎসা বিশেষত্ব’ হিসাবে স্বীকৃত। এগুলোর মধ্যে রয়েছে নিউরোসার্জারি, হাতের সার্জারি, প্যানক্রিয়াটিক সার্জারি, নিউরোলজি, সমন্বিত ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা, ইউরোলজি, নেফ্রোলজি, সংক্রামক রোগ এবং অ্যান্টিবায়োটিকস, রেডিওলজি, কার্ডিওলজি ও সার্জারি।

হুয়াশান হাসপাতালের পূর্বাঞ্চলীয় শাখা প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। পুতং নতুন এলাকায় স্থাপিত এই শাখাকে শাংহাই ইন্টারন্যাশনাল হাসপাতালও বলা হয়। মূলত পুতংয়ে বসবাসকারী বিপুল সংখ্যক বিদেশি নাগরিককে সেবা দেওয়ার জন্য এ শাখাটি গড়ে তোলা হয়। হাসপালের উত্তরাঞ্চলীয় শাখা প্রতিষ্ঠা করা হয়েছে পাওশান জেলায় এবং পশ্চিমাঞ্চলীয় শাখা হোংছিয়াও পরিবহন হাবের কাছে।

#ভেষজের গুণ

গুণের শেষ নেই তারা মৌরির

স্টার অ্যানিস সিড বা তারা মৌরি অতি বিখ্যাত এর অনন্য গুণ ও সুগন্ধের জন্য। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের রান্নায় এ মসলা ব্যবহৃত হয়। তবে তারা মৌরি কেবল একটি মসলা নয়। এর চেয়ে বেশি কিছু এর স্বাস্থ্যগত গুণের কারণে৷ চলুন জেনে নিই তারা মৌরির স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে:

অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ: তারা মৌরি কোয়ারসেটিন ও লিনালুলের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর৷ এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ফ্রি-র‌্যাডিক্যাল বা শরীরের বিষের বিরুদ্ধে লড়াই করে এবং কোষকে রক্ষা করে৷

হজমে সাহায্য করে: পরিপাকতন্ত্রের সুস্থতার জন্য ভেষজ ওষুধে তারা মৌরি ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে। এতে পাওয়া যৌগগুলো হজমের এনজাইমের উৎপাদন বাড়া, খাদ্যের ভাঙ্গনে সহায়তা করে, ফোলাভাব কমায় এবং বদহজম প্রশমিত করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: তারা মৌরিতে এমন কতগুলো এসেন্সিয়াল অয়েল রয়েছে, যেগুলো অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যে পূর্ণ। এ কারণে রোগপ্রতিরোধ ব্যবস্থা ঠিক রাখতে সহায়তা করে এ ভেষজ। খাদ্যে, বিশেষ করে ঠান্ডা ঋতুর খাবারে, তারা মৌরি অন্তর্ভুক্ত করলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হয়।

শ্বাসযন্ত্রের জন্য সহায়ক: তারা মৌরির সুগন্ধি যৌগগুলো শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি কাশি ও কফ জমা উপশম করতে এবং হাঁপানি ও ব্রঙ্কাইটিসের মতো শ্বাসযন্ত্রের রোগ সারতে সাহায্য করতে পারে।

‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn