বাংলা

দেহঘড়ি পর্ব-০৪৩

CMGPublished: 2023-11-05 14:45:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে ট্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা টিসিএম নিয়ে আলোচনা ‘ঐতিহ্যবাহী চিকিৎসাধারা’, চীনের হাসপাতাল-পরিচিতি ‘চিকিৎসার খোঁজ’ এবং টিসিএম ভেষজের উপকারিতা নিয়ে আলোচনা ‘ভেষজের গুণ’।

#ঐতিহ্যবাহী_ চিকিৎসাধারা

ডায়াবেটিক ফুট আলসার চিকিৎসায় খুব কার্যকর টিসিএম

ডায়াবেটিক ফুট আলসার হলো পায়ের এক ধরনের ক্ষত, যাতে ডায়াবেটিস রোগীরা আক্রান্ত হয়। উপাত্ত বলছে, ডায়াবেটিস রোগীদের প্রায় ১৫ শতাংশ ডায়াবেটিস-ঘটিত পায়ের ক্ষততে ভোগে। কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিক ফুট আলসার জটিল আকার ধারণ করতে এবং গ্যাংগ্রিনে পরিণত হতে পারে। ডায়াবেটিক ফুট আলসার চিকিৎসায় চীন ও অন্যান্য এশীয় দেশগুলোতে প্রাচীনকাল থেকে ঐতিহ্যবাহী চীনা ওষুধ ব্যবহৃত হয়ে আসছে।

টিসিএমে নিজস্ব ফিজিওলজি ও প্যাথলজি রয়েছে। প্রাচীন টিসিএম তত্ত্ব অনুসারে, ডায়াবেটিক ফুট আলসারের কারণ ও প্রক্রিয়া জটিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই মূল শক্তি বা ‘ছি’ ও ঠান্ডা শক্তি ‘ইয়িন’র ঘাটতির সঙ্গে সম্পর্কিত। এ সমস্যার প্রধান প্যাথোজেনিক কারণগুলোর মধ্যে রয়েছে ‘সুয়ে ইয়ু’ বা রক্তের স্থবিরতা এবং রক্ত সঞ্চালনে বাধা; শি চুও বা ক্লেদ ও আলসার; এবং র‌্য তু বা তাপ বিষ।

চীনা ভেষজ ফর্মুলা সব সময় প্রাথমিক থেরাপি হিসাবে বিবেচিত হয় এবং প্রায় সব ধরনের রোগের জন্য ক্লিনিকাল অনুশীলনে বেশ ব্যাপকভাবে প্রয়োগ করা হয়। টিসিএমের অন্তর্নিহিত ধারণা হলো শরীরে ইয়িন-ইয়াং ভারসাম্য, যার মধ্যে সমন্বয়ের থাকতে হয় সুস্থতার জন্য। চীনা ভেষজ সূত্রে বেশ কিছু উপাদান রয়েছে, যা শরীরের ‘ছি’কে শক্তিশালী করতে সাহায্য করে এবং প্যাথোজেনিক কারণগুলো দূর করে।

টিসিএমের মাধ্যমে ডায়াবেটিক ফুট আলসারের টপিকাল চিকিৎসা সহজ। টপিকাল চিকিৎসা প্রাথমিক উদ্দেশ্য থাকে ক্ষত প্রতিরোধ, ক্ষত দূর করা, গ্যাংগ্রিনের ক্ষত নিরাময় এবং আক্রান্ত অংশ কেটে ফেলার হার কমানো।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn