বাংলা

দেহঘড়ি পর্ব-০৪৩

CMGPublished: 2023-11-05 14:45:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হুয়াশান হাসপাতাল প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন চীনের রেড ক্রস সোসাইটির প্রতিষ্ঠাতা শ্যান তুনহ্য। ১৯০৭ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয় ১৯০৯ সালে। ১৯১৩ থেকে ১৯১৮ সাল পর্যন্ত এ হাসপাতাল ব্রিটেনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষণ হাসপাতাল হিসেবে কাজ করে এবং হার্ভার্ডে নিয়মিতভাবে এর ডাক্তার ও গবেষকদেরকে জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে। ২০০৪ সালে হুয়াশান হার্ভার্ডের প্রধান শিক্ষণ হাসপাতাল ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের সাথে ‘সিস্টার হসপিটাল’ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করে। পাশাপাশি ১৯২৮ সাল থেকে এটি ন্যাশনাল সেন্ট্রাল ইউনিভার্সিটি মেডিকেল কলেজের একটি শিক্ষণ হাসপাতাল হিসাবে কাজ করে। কার্যক্রম পরিচালনার একশ বছরেরও বেশি সময়ে বিভিন্ন নামে পরিচিত হয় হুয়াশান হাসপাতাল। ১৯৩১ সালে এটির নামকরণ করা হয় চীনের রেড ক্রস সোসাইটির প্রথম হাসপাতাল এবং ১৯৫৬ সালে হুয়াশান হাসপাতাল।

চারটি শাখা অর্থাৎ মূল শাখা, পশ্চিমাঞ্চলীয় শাখা, উত্তরাঞ্চলীয় শাখা এবং পূর্বাঞ্চলীয় শাখা নিয়ে গঠিত হুয়াশান হাসপাতাল। সুহুই জেলায় অবস্থিত এর প্রধান শাখায় শয্যাসংখ্যা ১ হাজার ২১৬টি, পশ্চিমাঞ্চলীয় শাখায় ৮শটি, উত্তরাঞ্চলীয় শাখায় ৬শটি এবং পূর্বাঞ্চলীয় শাখায় ২শটি। বছরে এ হাসপাতাল ৬০ হাজারের বেশি ভর্তি রোগীকে চিকিৎসা দেয় এবং বহির্বিভাগের মাধ্যমে সেবা দেয় প্রায় ৪০ লাখ রোগীকে, যাদের অনেকে শাংহাইয়ের বাইরের মানুষ। প্রতি বছর অন্তত ৪০ হাজার রোগীকে শল্যচিকিৎসা দেওয়া হয় এখানে।

হুয়াশান হাসপাতালে ২ হাজার ৬শ জনেরও বেশি কর্মী রয়েছেন, যাদের মধ্যে ৮৩ শতাংশ চিকিৎসক ও প্রযুক্তি পেশাজীবী। তাদের মধ্যে অন্তত ৪শ জন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক এবং চীনের প্রকৌশল একাডেমির ও বিজ্ঞান একাডেমির তিনজন শিক্ষাবিদ।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn