বাংলা

দেহঘড়ি পর্ব-০৪৩

CMGPublished: 2023-11-05 14:45:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ডায়াবেটিক ফুট আলসারের ক্ষেত্রে চিকিৎসায় কয়েক হাজার বছর ধরে টিসিএম ব্যবহৃত হয়ে আসছে৷ এ চিকিৎসার কার্যকারিতা বিভিন্ন ক্লিনিকাল অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে৷ এবং গত কয়েক দশক ধরে অধিক থেকে অধিকতর সংখ্যক আধুনিক চিকিৎসা-গবেষক ডায়াবেটিক ফুট আলসারের টিসিএম চিকিৎসার উপর দৃষ্টি নিবদ্ধ করে আসছেন৷ কিছু ক্ষত নিরাময়ে রেডিক্স অ্যাস্ট্রাগালি, রেডিক্স রেহমাননিয়া, রাইজোমা অ্যালিসম্যাটিস এবং রাইজোমা অ্যাট্রাক্টিলোডিস ম্যাক্রোসেফালের মতো ফর্মুলা ফাইব্রোব্লাস্টের কার্যকারিতা বৃদ্ধিতে কার্যকর প্রমাণিত হয়েছে।

ডায়াবেটিক ফুট আলসার নিরাময়ে আকুপাংচারেও ভালো ফল পাওয়া যায়। নির্দিষ্ট আকুপয়েন্টে আকুপাংচার করা হলে তাতে মেরিডিয়ানের প্রতিবন্ধকতা দূর হয়, কোলাটারাল সক্রিয় হয় এবং পুরো শারীরিক ক্রিয়ায় শৃঙ্খলা আসে, যার ফলে আক্রান্ত অঙ্গপ্রত্যঙ্গে রক্ত সঞ্চালন বাড়ে এবং সংবেদনশীলতা ফিরে আসে। ডায়াবেটিক ফুট আলসারের ক্ষেত্রে যেসব আকুপয়েন্টে আকুপাংচার দেওয়া হয় সেগুলো হলো এসটি৩৬, জিবি৩৪, বিএল৩৯, এসপি৬, বিএল ৬০, কেআই৩, এসপি১০। কানের পয়েন্টগুলোর মধ্যে থাকে এএইচ৬, এটি৪, সিও১০, সিও১২, সিও১৩, সিও১৪, সিও১৫।

তবে বিভিন্ন পরীক্ষায় প্রমাণিত হয়েছে, একটি সামগ্রিক মাল্টিডিসিপ্লিনারি পদ্ধতি অর্থাৎ টিসিএম এবং পশ্চিমা চিকিৎসার সংমিশ্রণ, অস্ত্রোপচার ব্যবস্থাপনা, পায়ের যত্নের শিক্ষা এবং মনস্তাত্ত্বিক পরামর্শ ডায়াবেটিক ফুট আলসারের চিকিৎসায় সবচেয়ে ভালো ফল দিতে পারে। তেষট্টি জন রোগীর উপর পরিচালিত এ পরীক্ষায় দেখা গেছে, সমন্বিত চীনা ও পশ্চিমা চিকিৎসা শুধু পশ্চিমা চিকিৎসার চেয়ে উত্তম ফল দেয়।

#চিকিৎসার_খোঁজ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ হাসপাতাল হুয়াশান

হুয়াশান হাসপাতাল চীনের বাণিজ্যিক নগরী শাংহাইয়ের অন্যতম জেনারেল হাসপাতাল। আজ থেকে ১১৬ বছর আগে চীনের রেড ক্রস সোসাইটি এটি প্রতিষ্ঠা করে। বর্তমানে হাসপাতালটি ফুদান বিশ্ববিদ্যালয়ের শাংহাই মেডিকেল কলেজের সঙ্গে অধিভুক্ত এবং বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষণ হাসপাতাল।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn