বাংলা

দেহঘড়ি পর্ব-০৪২

CMGPublished: 2023-10-29 18:25:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দেশি-বিদেশি বহু বিমা কোম্পানির সঙ্গে সহযোগিতার সম্পর্ক রয়েছে র‌্যাফেলস হাসপাতাল ছংছিয়ের, যার ফলে বিমার আওতায় থাকা দেশি-বিদেশি রোগীরা এখান থেকে চিকিৎসা নিতে পারেন বিমার মাধ্যমে বিল পরিশোধ করে।

র‌্যাফেলস হাসপাতাল ছংছি প্রতিষ্ঠা করেছে সিঙ্গাপুর-ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান র‌্যাফেলস মেডিকেল গ্রুপ (আরএমজি)। ছংছিয়ের বাইরে এ প্রতিষ্ঠানের শতাধিক শাখা-হাসপাতাল রয়েছে চীন, সিঙ্গাপুর, জাপান, ভিয়েতনাম ও ক্যাম্বোডিয়ার আরও ১২টি শহরে। র‌্যাফেলসের প্রতিটি হাসপাতালই একেবারের হোটেলের মতো ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে, যার ফলে রোগীরা এখানে পান তারকা-খচিত হোটেলের মতো সেবা।

র‌্যাফেলস মেডিকেল স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেয় এবং রোগীদেরকে সহানুভূতির সঙ্গে সামগ্রিক ও মর্যাদাপূর্ণ চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা-সেবা প্রদান করে। এ হাসপাতাল কর্তৃপক্ষ মনে করে, তারা কেবল এটি চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়, স্বাস্থ্যের যে কোনও ক্ষেত্রে নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদী অংশীদারও।

ছংছিং ছাড়া চীনের যেসব শহরের র‌্যাফেলস হাসপাতাল রয়েছে সেগুলো হলো বেইজিং, তালিয়ন, নানজিং, শাংহাই, শেনজেন, থিয়ানজিন ও হংকং। অন্য শাখাগুলো রয়েছে সিঙ্গাপুর, জাপানের ওসাকা এবং ভিয়েতনামের হোচিমিন সিটি ও ভুং থাউ এবং ক্যাম্বোডিয়ার নমফেনে। এর বাইরে র‌্যাফেলস সিঙ্গাপুরের ছাংগি আন্তর্জাতিক বিমানবন্দর এবং হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট ক্লিনিক পরিচালনা করে।

সাধারণ অসুস্থতা নিরাময়ের পাশাপাশি র‌্যাফেলস মেডিকেলের অধীনে পরিচালিত ক্লিনিকগুলোর নেটওয়ার্ক জরুরি স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য পরীক্ষা, ভ্রমণ স্বাস্থ্য পরিষেবা, টিকা ও কর্মক্ষেত্রে স্বাস্থ্য পরামর্শ প্রদান করে।

#ভেষজের গুণ

নানা গুণ অ্যালোভেরার

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn