বাংলা

দেহঘড়ি পর্ব-০৪২

CMGPublished: 2023-10-29 18:25:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চিকিৎসা

পশ্চিমা চিকিৎসা ব্যবস্থায় রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিত্সা এখনও পর্যন্ত প্রধানত ব্যথা উপশম, দীর্ঘস্থায়ী প্রদাহ হ্রাস এবং এই প্রদাহজনিত রোগ নিয়ন্ত্রণ-কেন্দ্রিক। চূড়ান্ত নিরাময় নেই এ চিকিৎসায়। তবে টিসিএমে মনে করা হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসের নিরাময় আছে এবং সেটা সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন।

টিসিএম তত্ত্ব অনুসারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস ‘বি’ শ্রেণির রোগের মধ্যে পড়ে৷ এতে মনে করা হয়, ঠান্ডা, বাতাস, তাপ ও ক্লেদের মতো পরিবেশগত কারণগুলো শরীরকে আক্রমণ করতে পারে এবং শেষ পর্যন্ত বিভিন্ন অঙ্গকে প্রভাবিত করতে পারে, যার ফলে অঙ্গ-ব্যবস্থা স্থবির হয়ে পড়ে। এ আক্রমণের কারণে ঠান্ডা ও ক্লেদের মতো কারণগুলো শরীরের মধ্য দিয়ে রক্ত ও জীবনী শক্তি ‘ছি’র প্রবাহকে ধীর বা বাধাগ্রস্ত করতে পারে।

গিঁটের প্রদাহ ও ব্যথা উপশম করার মাধ্যমে রিউমাটয়েড আর্থ্রাইটিস সারতে সাহায্য করে টিসিএম। এ চিকিৎসায় টিসিএম নীতির উপর ভিত্তি করে নির্দিষ্ট আকুপয়েন্ট বাছাই করা হয় এবং আকুপাংচার ও মক্সিবাস্টনের মাধ্যমে সেগুলো উদ্দীপিত করা হয়। এর ফলে প্রতিবন্ধকতা সরে যায় এবং শরীরে রক্ত ও ‘ছি’র প্রবাহ নির্বিঘ্ন হয়। তবে মনে রাখতে হবে, আকুপাংচার ও মক্সিবাস্টন দীর্ঘমেয়াদী চিকিত্সা। ফলে ব্যথা তীব্র হলে প্রচলিত চিকিৎসা নেওয়া যেতে পারে।

#চিকিৎসার_খোঁজ

ছংছিয়ংয়ের প্রথম আন্তর্জাতিক হাসপাতাল রাফেলস

‘র‌্যাফেলস হাসপাতাল ছংছি’ হলো চীনের মধ্যাঞ্চলীয় ছংছিং শহরের প্রথম আন্তর্জাতিক জেনারেল হাসপাতাল। এ হাসপাতালে রয়েছে চিকিৎসাখাতের সর্বাধুনিক প্রযুক্তি, সরঞ্জাম ও সুবিধা, যা হাসপাতালটিকে একটি অত্যাধুনিক চিকিৎসাপ্রতিষ্ঠানে পরিণত করেছে।

বিদেশি এবং ছংছিং ও আশেপাশের অঞ্চলের অধিবাসীদের উচ্চ মানের চিকিৎসা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সেবা দেয় ১ লাখ ১০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে স্থাপিত এ হাসপাতালটি।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn