বাংলা

দেহঘড়ি পর্ব-০৪২

CMGPublished: 2023-10-29 18:25:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে ট্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা টিসিএম নিয়ে আলোচনা ‘ঐতিহ্যবাহী চিকিৎসাধারা’, চীনের হাসপাতাল-পরিচিতি ‘চিকিৎসার খোঁজ’ এবং টিসিএম ভেষজের উপকারিতা নিয়ে আলোচনা ‘ভেষজের গুণ’।

#ঐতিহ্যবাহী_ চিকিৎসাধারা

রিউমাটয়েড আর্থ্রাইটিসের পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা টিসিএম

আপনার কি কখনো অস্থিসন্ধি, বিশেষ করে আঙুলের গিঁটে ও হাঁটুতে ফোলাভাব, শক্ত হয়ে যাওয়া ও ব্যথা অনুভব করেছেন। সে ব্যথা কি হঠাৎ আসে আবার কিছুক্ষণ পর আবার চলে যায়? সঙ্গে কি জ্বর ও ক্লান্তির অনুভূতি থাকে? এমন লক্ষণ থাকলে আপনি সম্ভবত রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন। এটা এমন এক ধরনের বাত, যা প্রদাহ সৃষ্টি করে এবং গুরুতর শারীরিক অক্ষমতার দিকে নিয়ে যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিসের পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা খুঁজলে আপনার জন্য উত্তম দাওয়াই ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা (টিসিএম)।

রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ

আঙ্গুলের গিঁট, হাঁটু ও অন্যান্য গিঁটে ব্যথা রিউমাটয়েড আর্থ্রাইটিসের সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর মধ্যে অন্যতম। রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ কারো কারো মধ্যে অনেক বছর ধরে ধীরে ধীরে প্রকাশিত হতে পারে; আবার কারো কারো মধ্যে হঠাৎ দেখা দিতে পারে৷ এ রোগের সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর মধ্যে আরও রয়েছে: অস্থিসন্ধিতে, বিশেষ করে হাতের ও পায়ের গিঁটে ব্যথা; গিঁট ফুলে যাওয়া এবং সেখানে তাপ অনুভব করা; দিনের শুরুতে শারীরিক কাজ করতে কষ্ট হওয়া এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকা; সব সময় ক্লান্তি বোধ করা; বেদনাদায়ী গিঁটের কাছে ত্বকের নীচে শক্ত পিণ্ড হওয়া; চোখে ব্যথা ও চোখ শুষ্ক হওয়া এবং দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া; অল্প জ্বরভাব থাকা এবং হতাশার অনুভূতি জাগা।

রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিরা ধীরে ধীরে চলাফেরায় ও দৈনন্দিন কাজকর্মে অসুবিধা বোধ করেন এবং সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের হাত ও পায়ের আঙ্গুলগুলোর আকৃতি পরিবর্তিত হতে পারে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn