বাংলা

দেহঘড়ি পর্ব-০৩৯

CMGPublished: 2023-10-08 16:15:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শাংহাইয়ের অন্যতম হাসপাতাল সিনোইউনাইটেড হেলথ

সিনোইউনাইটেড হেলথ চীনের বাণিজ্যিক নগরী শাংহাইয়ে অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল। নগরীর শীর্ষস্থানীয় এ চিকিৎসাপ্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল একদল চিকিৎসকের হাতে এবং ২০১৬ সালে প্রতিষ্ঠার পর এর ব্যাপক বিস্তৃতি ঘটেছে। বর্তমানে এ হাসপাতালের অধীনে শাংহাইতে তৈরি হয়েছে ৬টি ক্লিনিকও। সিনোইউনাইটেড হেলথের চিকিৎসাকর্মীরা ইংরেজি, ফরাসি, ইতালীয়, চীনা, জাপানি ও মালয়সহ নানা ভাষায় রোগীর সঙ্গে কথা বলতে এবং তাদের চিকিৎসাসেবা দিতে সক্ষম।

যেসব রোগে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হয় এই হাসপাতালে, সেগুলোর মধ্যে রয়েছে ডায়াবেটিস, গাউট, ব্রঙ্কাইটিস, পরিপাক সমস্যা, চর্মরোগ, ত্বকের রোগ এবং দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগ।

সিনোইউনাইটেড হেলথের চিকিৎসা বিশেষজ্ঞদের নির্বাচিত করা হয় চীন ও চীনের বাইরে থেকে। তাদেরকে নির্বাচনের ক্ষেত্রে অন্যতম বিবেচ্য নিজ নিজ ক্ষেত্রে তাদের চিকিৎসা দক্ষতা ও অভিজ্ঞতা। সিনোইউনাইটেড হেলথ সম্পূর্ণ চিকিৎসক-চালিত একটি হাসপাতাল এবং এই বৈশিষ্টই এ প্রতিষ্ঠানটিকে অন্যসব হাসপাতাল থেকে স্বাতন্ত্র দিয়েছে।

এই হাসপাতালে চীনা রোগীদের যেমন চিকিৎসা সেবা দেওয়া হয়, তেমনি দেওয়া হয় প্রবাসী ও বিদেশি নাগরিকদেরও। সেসব রোগী চীন বা আন্তর্জাতিক চিকিৎসা বিমার আওতায় আছেন, সরাসরি সংশ্লিষ্ট বিমা কম্পানিগুলোর কাছ থেকে তাদের চিকিৎসা বিল সংগ্রহ করে সিনোইউনাইটেড হেলথ। চিকিৎসা বিমার বাইরে থাকা যেসব রোগী নিজস্ব ব্যয়ে চিকিৎসা করাতে চান তারা সেবা নিতে পারেন এখান থেকে।

এ হাসপাতালের অধীনে রয়েছে অনেকগুলো চিকিৎসাসেবা কেন্দ্র। এগুলোর মধ্যে অন্যতম পরিপাক রোগ কেন্দ্র, হৃদরোগ কেন্দ্র, এন্ডোক্রাইনোলজি, মেটাবলিজম ও থাইরয়েড কেন্দ্র, অর্থোপেডিকস, স্পোর্টস মেডিসিন ও পুনর্বাসন মেডিসিন কেন্দ্র, নারী স্বাস্থ্য কেন্দ্র, শিশু স্বাস্থ্য কেন্দ্র, পুরুষ স্বাস্থ্য কেন্দ্র, মানসিক স্বাস্থ্য কেন্দ্র, চর্মরোগ কেন্দ্র, চক্ষুরোগবিদ্যা ও অপটোমেট্রি কেন্দ্র, এবং সার্জারি কেন্দ্র।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn