দেহঘড়ি পর্ব-০৩৮
#ভেষজের গুণ
অসাধারণ ঔষধি গুণে সমৃদ্ধ সর্পগন্ধা
ভারতীয় স্নেকরুট বা সর্পগন্ধা অসাধারণ ঔষধি গুণসমৃদ্ধ এক ধরনের গুল্মজাতীয় উদ্ভিদ। এর শিকড় বিভিন্ন ধরনের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। সর্পগন্ধা হালকা উচ্চ রক্তচাপ, স্নায়ুবিক দুর্বলতা, নিদ্রাহীনতা এবং সাইকোসিস ও উন্মাদনার মতো মানসিক ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হয়। সাপ ও অন্যান্য বিষাক্ত সরীসৃপের কামড়, জ্বর, কোষ্ঠকাঠিন্য, অন্ত্রের রোগ, যকৃতের অসুখ, বাতসহ অস্থিসন্ধিতে ব্যথা এডিমা, মৃগীরোগ ও সাধারণ দুর্বলতার ওষুধ হিসাবেও এটি ব্যবহৃত হয়।
উচ্চ রক্তচাপ: সর্পগন্ধা সবচেয়ে বড় গুণ হলো এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এই ভেষজে রেসারপাইন নামক এক ধরনের রাসায়নিক আছে, যা উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত হয়।
মানসিক চাপ: সর্পগন্ধায় প্রচুর প্রশান্তিদায়ক ও উপশমকারী বৈশিষ্ট্য রয়েছে। এর শিকড় চিবিয়ে খেলে তাৎক্ষণিকভাবে মন শান্ত হয় এবং মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর হয়। যাদের ঘুমের সমস্যা হয়, তাদের জন্যও এটি খুবই উপকারী।
পেটের পীড়া: সর্পগন্ধা পরিপাকতন্ত্রের সমস্যার চিকিৎসার এক দুর্দান্ত ভেষজ। এটি পেট পরিষ্কার করে এবং স্বাভাবিকভাবে কাজ করতে পেটকে সাহায্য করে। ডায়রিয়ার চিকিৎসায়ও ব্যবহার করা যায় এ ভেষজ।
চর্মরোগ: ফোড়া, ব্রণ, একজিমা ও সেলুলাইটিসের মতো ত্বকের সমস্যার চিকিৎসায় আয়ুর্বেদে সর্পগন্ধা ব্যবহার করা হয়। এই ভেষজটি সংক্রমণের তীব্রতা কমাতে সাহায্য করে কারণ এতে রয়েছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক মেরা ফেলার উপাদান।
মাসিকের সমস্যা: পিরিয়ডের সমস্যায় ভুগছেন এমন নারীদের সাহায্য করতে পারে সর্পগন্ধা। জরায়ু গহ্বর থেকে বিষ অপসারণ করতে এবং পেশিসংকোচন ও ফোলাভাব দূর করতে পারে এই ভেষজ।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।