বাংলা

দেহঘড়ি পর্ব-০৩৮

CMGPublished: 2023-10-01 18:47:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

যদিও এটি সাধারণত নিজে নিজেই সেরে যায়, তবে চিরাচরিত চীনা চিকিৎসাপদ্ধতি বা টিসিএম এ থেকে মুক্তি পাওয়ার গতি দ্রুত করতে পারে, বিশেষ করে গুরুতর ক্ষেত্রে। অঞ্জনির টিসিএম চিকিৎসার মধ্যে আছে আকুপাংচার, টিসিএম ভেষজ ফর্মুলা ও রক্তপাত। আক্রান্ত স্থানের চারপাশে নির্বাচিত আকুপয়েন্টে আকুপাংচার করা হলে তা চোখের পাতায় জমে থাকা তাপ সরিয়ে দিতে সাহায্য করে। এছাড়া ‘আর চিয়ান’ এবং ‘তা চুই’র মতো আকুপয়েন্ট দিয়ে রক্তপাতও তাপ দূর করতে সাহায্য করতে পারে।

অঞ্জনি হলে টিসিএম ভেষজ চা ব্যবহার করতে পারেন। একটি চায়ের পাত্রে ৬ গ্রামের মতো হানিসাকল, ৮ গ্রামের মতো চন্দ্রমল্লিকা, ৮ গ্রামের মতো ড্যান্ডেলিয়ন এবং ৫ গ্রামের মতো প্রুনেলা ভালগারিস নিন। তারপর তাতে ফুটন্ত পানি ঢালুন এবং ৫ মিনিট রেখে দিন। দিনে ৩ বার এই চা পান করুন।

অঞ্জনি হলে সেটা যাতে দ্রুত সারে এবং খারাপের দিকে না যায়, সেজন্য কতগুলো পদক্ষেপ বা সতর্কতা অবলম্বন করা যায়। আক্রান্ত চোখে দিনে ৩ থেকে ৪ বার সেক দিতে হবে। এজন্য প্রথমে গরম পানিতে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে নিন তারপর কাপড়টি ভাজ করে ৫ থেকে ১০ মিনিটের জন্য চোখের উপর রাখুন।

এছাড়া চোখের পাতা পরিষ্কার রাখতে হবে। ফার্মেসিতে এক ধরনের আইলিড ওয়াইপ পাওয়া যায়। সেটা ব্যবহার করতে পারেন এর জন্য। কিংবা সামান্য বেবি শ্যাম্পু পানিতে মিশিয়ে নিন তারপর সেটা দিয়ে তুলা ভিজিয়ে আস্তে আস্তে চোখের ময়লা মুছে ফেলুন।

অঞ্জনি হলে চাপাচাপি করবেন না। যতটা সম্ভব হাতের স্পর্শ এড়িয়ে চলুন। তাছাড়া এটা সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত মেকআপ বা কন্টাক্ট লেন্স পরা থেকে বিরত থাকুন।

#চিকিৎসার_খোঁজ

নানা চিকিৎসাব্যবস্থার সম্মিলন ঘটেছে ক্লিফোর্ড হাসপাতালে

ক্লিফোর্ড হাসপাতাল চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতং প্রদেশের রাজধানী কুয়াংচৌয়ে অবস্থিত একটি বৃহৎ আকারের আধুনিক জেনারেল হাসপাতাল। কর্তৃপক্ষ বলছে, এটিই বিশ্বের একমাত্র হাসপাতাল, যেখানে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ব্যবস্থা বা টিসিএম, পশ্চিমা চিকিৎসাব্যবস্থা এবং প্রাকৃতিক চিকিৎসা অনুশীলনের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়। বেসরকারি খাতের এ হাসপাতালটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়, ৯০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে এবং এর শয্যাসংখ্যা ৬শ’। এখানকার পরিবেশ গতানুগতিক হাসপাতালের মতো নয়; অনেকটা শান্ত হোটেলের মতো।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn