দেহঘড়ি পর্ব-০৩৬
হাসপাতালে কর্মরত মোট ৩ হাজার ৪৫০ জন চিকিৎসাকর্মী, যাদের মধ্যে ৫৫৫ জন জ্যেষ্ঠ পেশাদার খেতাবপ্রাপ্ত, ১৭৫ জন ডক্টরেটধারী, ৭৬২ জন স্নাতকোত্তর ডিগ্রিধারী, ১৫ জন আনহুই প্রদেশের ‘বিখ্যাত চিয়াংহুয়াই ডাক্তার’ এবং ৯ জন প্রাদেশিক পর্যায়ের একাডেমিক নেতা।
একটি অত্যাধুনিক হাসপাতাল হিসাবে এখানে রয়েছে স্পাইরাল টমোগ্রাফি সিস্টেম, পজিট্রন এমিশন টমোগ্রাফি এবং ডুয়াল-সোর্স সিটির মতো উন্নত ডায়াগনস্টিক ও চিকিৎসা সরঞ্জাম, এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন প্রযুক্তি এবং ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ প্রতিস্থাপনের সুবিধা। শল্যচিকিৎসা ক্ষেত্রে ইয়ি চিশান হাসপাতাল অসাধারণ আস্থা অর্জন করেছে সাধারণ মানুষের। যেসব শল্যচিকিৎসা এখানে দেওয়া হয়, সেগুলোর মধ্যে রয়েছে কার্ডিওভাসকুলার ও সেরিব্রোভাসকুলার ইন্টারভেনশনাল সার্জারি, মস্তিষ্কের টিউমারের ত্রিমাত্রিক ল্যাপারোস্কোপিক সার্জারি, কার্ডিওপালমোনারি বাইপাস ও বিটিং হার্ট করোনারি আর্টারি বাইপাস সার্জারি, এবং থোরাকোঅ্যাবডোমিনাল ও পেলভিক সার্জারি। স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ও রক্ত পরিশোধনে এটি চীনের একটি শীর্ষ পর্যায়ের হাসপাতাল।
ওয়ান্নান মেডিকেল কলেজে সরাসরি অধিভুক্ত একটি হাসপাতাল হিসাবে, এখানে শিক্ষাদান করা হয় ক্লিনিকাল মেডিসিনে একটি প্রথম-স্তরের স্নাতকোত্তর শিক্ষার্থীদের এবং ক্লিনিকাল মেডিসিন ও স্টোমাটোলজিতে পেশাদার স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের। এছাড়া বিভিন্ন পর্যায়ের চিকিৎসাপেশাজীবীদের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।